শেষ আপডেট: 28th October 2024 09:53
দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেই অন্ধ্রপ্রদেশের তিরুপতির দুটি হোটেলে বোমাতঙ্ক ছড়ায়। কারণ, হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, গুজরাটের ১০টি বিলাসবহুল হোটেলেও বোমাতঙ্ক ছড়ায় সম্প্রতি। এবার তিরুপতির ইসকন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এল! এই ঘটনায় ইতিমধ্যে মন্দিরের নিরাপত্তা বাড়িয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার মন্দির কর্তৃপক্ষ একটি ইমেল পায় বলে জানতে পেরেছে পুলিশ। তাতে লেখা, 'পাকিস্তানের আইএসআই মদতপুষ্ট জঙ্গিরা মন্দিরে বোমা মারবে!' এই মেলের খবর পেতেই মন্দিরে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। পাশাপাশি বম্ব স্কোয়াড থেকে শুরু করে স্নিফার ডগ পাঠিয়ে তল্লাশি শুরু হয়েছে মন্দির চত্বরে। যদিও কোনও জায়গা থেকেই কোনও বোমা উদ্ধার হয়নি। আগেরগুলির মতো এই হুমকিও ভুয়ো বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে মন্দির, হোটেল ছাড়াও একাধিক বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি স্কুল-কলেজেও এমনই হুমকি বার্তা এসেছে। যদিও দেখা গেছে, পুরোটাই ভুয়ো। কোনও বোমাই পাওয়া যায়নি। কিন্তু বারবার এমন ঘটনা কেন ঘটছে তার কোনও উত্তর খুঁজে পাচ্ছে না পুলিশ বা গোয়েন্দারা। বিমানের ক্ষেত্রে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ধরনের ঘটনা আটকানো সম্ভব হচ্ছে না।
দু’দিন আগে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে মন্দির সংলগ্ন কয়েকটি হোটেলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। অন্যদিকে, রাজকোটে ১০টি বিলাসবহুল হোটেলেও বোমাতঙ্ক ছড়ায়। 'বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে' - এই হুমকি দিয়ে হোটেল কর্তৃপক্ষগুলিকে ইমেল পাঠানো হয়েছিল।