তিহাড় জেলের খাবার মুখে রোচে না ২৬/১১ মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম চক্রী তাহাউর রানার (Tahawwur Rana)। আমেরিকা থেকে নিয়ে এসে তাহাউরকে হাই-রিস্ক বন্দিদের জন্য বেছে রাখা সেলে বন্দি করা হয়েছে।
তাহাউর রানা
শেষ আপডেট: 17 May 2025 08:40
দ্য ওয়াল ব্যুরো: তিহাড় জেলের খাবার মুখে রোচে না ২৬/১১ মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম চক্রী তাহাউর রানার (Tahawwur Rana)। আমেরিকা থেকে নিয়ে এসে তাহাউরকে হাই-রিস্ক বন্দিদের জন্য বেছে রাখা সেলে বন্দি করা হয়েছে। একজন বন্দিকে জেলে যা যা খেতে (Tahawwur Rana Jail Menu) দেওয়ার কথা, সবই তাকে দেওয়া হচ্ছে। কিন্তু তার পেটে খিদে নেই।
পাক সেনাবাহিনীর প্রাক্তন চিকিৎসক মুম্বই হামলার অন্যতম চক্রীকে এখন জেলের কর্মীরা 'কয়েদি নম্বর ১৭৮৪' নামেই চেনে। তাহাউর-সহ মোট ৬ জন এই সেলে বন্দি। এমন ভাবেই সেটি তৈরি করা যাতে কেউ কারও সঙ্গে দেখা বা কথা না বলতে পারে।
হাইপ্রোফাইল এই বন্দির সুরক্ষার জন্য সর্বক্ষণ সজাগ তিহাড় জেল কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা নজরদারি তো বটেই, না চেখে কোনও খাবারই দেওয়া হচ্ছে না তাহাউরকে। তার জন্য সকাল ৭টায় চা-বিস্কুট, রুটি, ডালিয়ার ব্যবস্থা রাখা হয়েছে। দুপুরে ভাত, ডাল, সবজি। সন্ধ্যায় চায়ের সঙ্গে অল্প স্ন্যাক্স। রাতে ফের ভাত, ডাল, সবজি। কিন্তু জেল কর্তৃপক্ষের দাবি, খাবারে নিয়ে নকশা রয়েছে তাহাউরের। মুখেও রুচি নেই তার।
অন্যদিকে, স্বল্পভাষী তাহাউর জেল কর্তৃপক্ষের কাছে দু'টি জিনিস চেয়েছেন বলে জানা গিয়েছে। বই এবং ওয়েস্টার্ন টয়লেট।
আগামী ৬ জুন পর্যন্ত মুম্বই হামলার মূল চক্রীকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। ইতিমধ্যেই তাঁর কণ্ঠস্বর এবং হাতের লেখার নমুনা সংগ্রহ করে আদালতে জমা করেছে এনআইএ। সূত্রের খবর, শুধুমাত্র ইংরেজিতেই কথা বলছে তাহাউর। তাকে দেওয়া হয়েছে ৬টি কম্বল। এর মধ্যে ৩টি বিছানা হিসেবে ব্যবহার করার জন্য। এছাড়াও একটি ফ্যানের বন্দোবস্তও করে দিয়েছে জেল কর্তৃপক্ষ।