শেষ আপডেট: 1st January 2025 19:54
দ্য ওয়াল ব্যুরো: ২০ ডিসেম্বর ঝাড়গ্রামের কটচুয়ার জঙ্গল থেকে গোটা বিষয়টি শুরু হয়েছিল। বাঘিনি জিনাত সেখান থেকে বেলপাহাড়ির কাঁকড়াঝোড়, ময়ূরঝর্না-সহ বিভিন্ন এলাকায় ঘুরে পুরুলিয়ার রাইকা পাহাড়ে আসে। সেখানে দক্ষ বনকর্মীদের টানা সাতদিন নাস্তানাবুদ করার পর শুশুনিয়া পাহাড় টপকে বাঁকুড়ায় ঢুকে ২৯ ডিসেম্বর ঘুম পাড়ানি গুলি খেয়ে ক্ষান্ত হয়। অবশেষে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওড়িশায়।
'ঘরে ফিরে' বেশ মজায় রয়েছে জিনাত। সম্প্রতি বাঘিনির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, জলকেলি করছে সে! ওড়িশার সিমিলিপাল টাইগার রিজার্ভে বর্তমানে রয়েছে জিনাত। সেখানেই একটি ছোট পুলে জলকেলি করতে দেখা গেছে তাকে। সেখানকার কর্মীরাও জানিয়েছেন, এখন সুস্থ রয়েছে সে, জিনাতকে নিয়ে এখন আর সমস্যা নেই।
একাধিক জেলার বিভিন্ন জঙ্গলে ঘোরার সময়ে বাঘিনিকে বাগে আনতে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বন দফতরের পাশাপশি ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকেও দক্ষ বনকর্মীদের আনা হয়েছিল। এমনকী সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকেও দক্ষ টিম আনা হয়। সঙ্গে একাধিক বড় বড় খাঁচা, লোকলস্কর নিয়ে যাওয়ার জন্য একাধিক বড় বড় গাড়ি। ১০ দিনের লাগাতার অভিযানের পর অবশেষে ধরা পড়ে সে।
জিনাতের জলকেলি, বাংলা থেকে ওড়িশায় গিয়ে ফূর্তিতে বাঘিনি #tigerzeenat #tigerzeenatnews #odisha #thewallnews pic.twitter.com/15RUQaKi9c
— The Wall (@TheWallTweets) January 1, 2025
বাঘিনির ১০ দিনের দৌড়ঝাঁপে রাজ্যের মোট খরচ কত হয়েছে? সূত্রের খবর, খরচের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ! এটা আনুমানিক, সংখ্যাটা আরও বাড়তে পারে। এ ব্যাপারে টেলিফোনে দ্য ওয়ালকে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "বাঘিনি জিনতকে ধরপাকড়ের জন্য পুরো টিম টানা ১০ দিন জঙ্গলে থেকেছে। একাধিক জেনারেটর চলেছে। গাড়ি, খাওয়া খরচ, গ্রাম ঘেরার জাল - সব মিলিয়ে প্রাথমিকভাবে ৩৫ লক্ষ টাকা খরচের হিসেব পাওয়া গিয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে।"
বনমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল এবং পরশু খরচের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করা হবে। তারপরই বাঘিনি জিনাতের জন্য মোট খরচের পরিমাণ বলা যাবে।