শেষ আপডেট: 2nd January 2025 23:36
দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন মাকে বেধড়ক মারধর সহ্য করতে হয়। সে কারণে সোজা থানায় গিয়ে পুলিশের কাছে নিজের বাবার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানাল দুই শিশু। উত্তরপ্রদেশের মীরটের ঘটনা। জানা গেছে, তিন এবং পাঁচ বছরের দুই ভাই থানায় গিয়ে এমন অভিযোগ জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাচ্চারা আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে থানায় আসে। পরে পুলিশ দু’জনকে ট্রফি ও বিস্কুট দিয়ে কিছুটা শান্ত করার পর পুরো পরিস্থিতির কথা শোনেন। বাচ্চারা জানায়, শ্যামনগর এলাকার বাসিন্দা তারা। অভিযোগ, বাবা-মা সবসময় ঝগড়া করে। মা বাবার উপর জোর গলায় কথায় বললেই বেধড়ক মারধর করা হয় তাঁকে।
মঙ্গলবার সকালে ফের এমন ঘটনা ঘটলে আর চুপ করে বসে থাকতে পারেনি অভিযুক্ত বাবা এজাজ ও মা নিশার দুই সন্তান। মায়ের উপর অত্যাচার দেখে মেনে নিতে পারেনি তারা। সোজা চলে আসে পিলোখাঁড়ি ফাঁড়িতে। পুলিশকে তারা জানায়, এদিন সকালে বাবা-মায়ের মধ্যে ঝগড়া শুরু হলে বাড়িতে থাকতে পারে নি তারা। বাইরে কোথাও ঘোরার থেকে পুলিশের কাছে গিয়ে পুরো বিষয় জানানোর সিদ্ধান্ত নেয় দু’জন।
বাচ্চাদের থেকে পুরো বিষয় শুনে তাদের বাড়িতে দু’জন পুলিশকে পাঠানো হয়। সেখানে গিয়ে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ওই দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকে। নিজেদের মধ্যে মারপিট করতে দেখা যায় তাঁদের। স্থানীয়দের থেকে পুলিশ আরও জানতে পারে ঝগড়ার সময় নিশা বারবার চিৎকার করে বলত তাঁকে স্বামীর অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে পারে একমাত্র পুলিশই।
এরপর মঙ্গলবার সকালে মায়ের গায়ে বাবা হাত তুলতেই আর দেরি করেনি দু’জন। সোজা থানায় পৌঁছে যান। পরে বাচ্চাদের থেকে সব কথা শুনে ওই দম্পতির কাউন্সেলিং করায় পুলিশ। আগামীদিনে ফের এমন অভিযোগ উঠলে এজাজের বিররুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।