শেষ আপডেট: 29th October 2024 21:35
দ্য ওয়াল ব্যুরো: অশান্তি যেন থামতেই চাইছে না উপত্যকায়। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে তল্লাশি অভিযানের দ্বিতীয় দিনে মৃত্যু হল আরও এক জঙ্গির। তবে জঙ্গিদমন অভিযানে গিয়ে গুলিতে মৃত্যু হয়েছে ভারতীয় সেনার কুকুর ফ্যান্টমের। আখনুরে জঙ্গিদমন অভিযানে সেনার যে দল অপারেশন চালায় সেই দলে ছিল ফ্যান্টম। জঙ্গিদমন অভিযানেই তাকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল।
সোমবার সকালেই আখনুরে সেনার অ্যাম্বুল্যান্সে হামলা চালিয়েছিল জঙ্গিরা। হামলার পরই শুরু হয় জঙ্গিদমন অভিযান। সোমবার সন্ধেয় সেনার স্পেশাল ফোর্সের জওয়ান এবং এনএসজি কমান্ডোর যৌথ বাহিনীর অভিযানে মৃত্যু হয় এক জঙ্গির। মঙ্গলবার সকালে আরও দুই জঙ্গির মৃত্যু হয় বলে খবর। সেনার তরফে জানানো হয়েছে লুকিয়ে থাকা ৩ জঙ্গিকেই খতম করেছে বাহিনী।
মূলত অভিযান চলাকালীন, আখনুরের জোগয়ান গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পান নিরাপত্তাবাহিনীর সদস্যরা। গোপন সূত্রে খবর মিলতেই এলাকায় তল্লাশি অভিযানের ঝাঁঝ আরও বাড়ানো হয়। এদিকে এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেতেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও।
দীর্ঘ ২৭ ঘণ্টা পর মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান শেষ হয় বলে খবর। সেনা সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৭ টার দিকে লুকিয়ে থাকা জঙ্গিদের উপর হামলা চালানো হয়। ফের শুরু হয় গুলির লড়াই।
সেনা সূত্রে খবর, গুলি ছুড়তে ছুড়তে যখন তারা জঙ্গিদের এগোচ্ছিল, সেই অভিযানের একেবারে প্রথম সারিতেই ছিল ফ্যান্টম। আচমকাই জঙ্গিদের একটি গুলি ফ্যান্টমের শরীরে লাগে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চার বছর বয়সি কুকুরটির। বেলজিয়াম ম্যালিনয়েস প্রজাতির এই কুকুর বহু জঙ্গিদমন অভিযানে সেনার সঙ্গী ছিল।