শেষ আপডেট: 28th September 2024 16:46
দ্য ওয়াল ব্যুরো: তোলাবাজিকে কেন্দ্র করে অশান্তি ছড়াল দিল্লিতে। পুলিশ সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজধানী শহরের ৩ টি আলাদা জায়গায় গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। যার মধ্যে রয়েছে একটি গাড়ির শো রুম, একটি মিষ্টির দোকান ও একটি হোটেল। তিনটি শ্যুট আউটের পিছনে ‘ভাউ গ্যাং’-এর যোগাযোগ আছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
তিনটি জায়গায় গুলি চললেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে পুলিশ সূত্রে খবর। প্রথম দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ পশ্চিম দিল্লির নারাইনা-র একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে। সূত্রের খবর, শোরুমটি থানার সামনে অবস্থিত হলেও কোনওকিছুর তোয়াক্কা না করেই গুলিবৃষ্টির অভিযোগ ওঠে।
শুক্রবার রাতে গাড়ির শোরুমে ঢুকে তিন দুষ্কৃতী ২০ রাউন্ড গুলি ছোড়ে বলে এক কর্মী জানিয়েছেন। যার জেরে বিএমডব্লিউ, মিনি কুপার, মার্সিডিজ-সহ একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ইতিমধ্যে তিন অভিযুক্তকে চিহিত করে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
দ্বিতীয় শুট আউটের ঘটনাটি ঘটেছে দিল্লির বিমানবন্দর সংলগ্ন মহিমালপুরের একটি হোটেলে। পুলিশ সূত্রে খবর, বাইকে চেপে যাওয়ার সময় হোটেলের কাচের দরজা লক্ষ্য করে এক বন্দুকবাজ ৫-৬ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলি লেগে হোটেলটির কাচের দরজা ভেঙে চুরমার হয়ে গিয়েছে বলে খবর।
এছাড়াও এদিন পশ্চিম দিল্লির একটি মিষ্টির দোকানেও গুলি চালানোর খবর সামনে এসেছে। ঘটনার তদন্তে নেমে জেলে থাকা ভাউ গ্যাংয়ের অপরাধীদের একটি তালিকা হাতে এসেছে পুলিশের।
সূত্রের খবর, ভাউ গ্যাং নিজেদের সুরক্ষার কারণে ৫ কোটি টাকা দাবি করেছিল। তা না দেওয়ায় বাধে বিপত্তি। যদিও একইদিনে কেন এত জায়গায় গুলি চলল সে বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।