শেষ আপডেট: 8th December 2024 20:51
কলকাতা ব্যুরো: সাতসকালে পিকনিকে যাওয়ার জন্য রওনা দিয়েছিল স্কুল বাস। কিন্তু গন্তব্যে পৌঁছনর আগেই এতবড় বিপদ অপেক্ষা করছে তা কে জানত? পিকনিকে যাওয়ার পথেই বাস উল্টে মৃত্যু হল তিন ছাত্রীর। রাজস্থানের পালি এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, এদিন পালির দেসুরি নালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় স্কুল বাসটি। বাসটিতে ৬২ জন পড়ুয়া ও তিনজন শিক্ষক ছিলেন বলে খবর।
ঘটনাস্থলেই তিনজন ছাত্রের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় আরও ২৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত তিন ছাত্রীর নাম প্রীতি, আরতি ও অনিতা। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আমেটের মহত্মা গান্ধী স্কুলের পড়ুয়ারা বাসে চেপে দেসুরির পরশুরাম মহাদেব মন্দিরে পিকনিক করতে যাচ্ছিল। সে সময় ঘটে যায় দুর্ঘটনা।
হাসপাতাল সূত্রে খবর, ২৫ জন শিশু গুরুতর আহত হয়েছে। তবে বাকি ৩৭ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে বাস চালকদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও রাজ্যপাল হরিভাউ বাগাদে।