শেষ আপডেট: 9th January 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ নকশালপন্থীর মৃত্যু হয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা এই খবর দিয়ে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযানের সময় সুকমা-বিজাপুর সীমানার জঙ্গলে দুপক্ষে গুলির লড়াই শুরু হয়। বেলা পর্যন্ত ৩ নকশাল সদস্যকে খতম করেছে বাহিনী।
জেলার সংরক্ষিত বাহিনী, বিশেষ টাস্কফোর্স, সিআরপিএফের জঙ্গলযুদ্ধে বিশেষভাবে প্রশিক্ষিত কোবরা বাহিনী যৌথ তল্লাশি অভিযান চালিয়েছিল। সুকমার পুলিশ সুপার কিরণ চ্ববন জানান, এখনও গুলির লড়াই চলছে। ফলে মোট হতাহতের সংখ্যা চূড়ান্তভাবে জানা যায়নি।
এর আগে এদিনই নিরাপত্তা বাহিনী বিজাপুর জেলার আওয়াপল্লি থানা এলাকায় দুটি দেশী বিস্ফোরক নিষ্ক্রিয় করে। খালি বিয়ার বোতল ব্যবহার করে নকশালরা এই বিস্ফোরক তৈরি করেছিল। যাতে আপাতদৃষ্টিতে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দেওয়া যায়। উল্লেখ্য, গত সোমবার মাইন বিস্ফোরণে বস্তার জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়ি উড়িয়ে ৮ জওয়ানকে হত্যা করে মাওবাদীরা।