শেষ আপডেট: 1st November 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: বুধবারই সাত হাতি মৃত্যুর খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মধ্যপ্রদেশের বান্ধবগড়ে উদ্ধার আরও তিনজনের দেহ। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত ১০ হাতির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, বিষাক্ত ফসল খাওয়ার কারণেই এমন কাণ্ড।
বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধেয় এক এবং বৃহস্পতিবার দু’জনের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে একের পর হাতির মৃত্যু হচ্ছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পুরো বিষয়টা পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।
দিল্লি থেকে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যে বান্ধবগড়ে এসে পৌঁছেছেন। নাগপুরের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির আধিকারিকরা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখছেন।
ইতিমধ্যে আশেপাশের কৃষি জমি, ধানের ক্ষেত, জলাশয় এবং যেখান থেকে ফসল খাওয়ার পর হাতিদের এমন পরিণতি সেখানকার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলে খবর।
সূত্রের খবর, সম্প্রতি কৃষকরা ফসলে কীটনাশক স্প্রে করেছিলেন। তা খাওয়ার পরই এমন কাণ্ড। বন দফতর সূত্রে খবর, প্রথমে দু’টি হাতিকে মৃত অবস্থায় পাওয়া গেলেও পরে সেই সংখ্যা সাতে গিয়ে পৌঁছয়। বর্তমানে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে দশে। গোটা এলাকায় তল্লাশি জারি রয়েছে।
মঙ্গলবার বিকেলেই বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের একটি এলাকায় দু’টি হাতির নিথর দেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। তখনই তাঁদের মনে সন্দেহ হয়। এরপর আশপাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে আরও আট হাতি মৃত অবস্থায় উদ্ধার হয়।