শেষ আপডেট: 30 January 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: 'খবর' ছিল আশেপাশেই ঘাঁটি গেড়েছে মাওবাদীরা। আর সেই মাওবাদীদের খোঁজে গভীর জঙ্গলে পা রাখতেই জওয়ানদের লক্ষ্য করে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি।
মাওবাদীরাই জওয়ানদের ফাঁদে ফেলতে 'খবর' দিয়েছিল, কি না তাও খতিয়ে দেখছেন ফোর্সের শীর্ষ কর্তারা।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের বিজাপুর-সুকমা সীমান্তের কাছে। সূত্রের খবর, মাওবাদীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জওয়ানের। গুরুতর জখম আরও ১৪ জন জওয়ান। চিকিৎসার জন্য তাঁদের সুকমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর, তিন বছর আগে ২০২১ সালে এই জঙ্গলেই মাওবাদীদের হামলায় একসঙ্গে ২২ জন জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছিল। মাঝে কিছুদিন মাওবাদী কার্যকলাপ বন্ধ ছিল। সম্প্রতি এলাকায় মাওবাদীদের গতিবিধি বৃদ্ধি পেয়েছিল বলে জানতে পারেন গোয়েন্দারা।
এরপরই সুকমা সীমান্তে জওয়ানদের নতুন একটি ক্যাম্প তৈরি করা হয়। কোবরা ব্যাটেলিয়ন ও স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা থাকতেন ওই ক্যাম্পে। মাওবাদীদের গতিবিধির খবর পেয়ে এদিন গভীর জঙ্গলে তল্লাশি অভিযানে গিয়েছিলেন তাঁরা। তখনই জওয়ানদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে আসে। কয়েক মিনিটের ব্যবধানে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বাহিনী। এরপরই মাওবাদীরা ধীরে ধীরে গভীর জঙ্গলে ঢুকে পড়ে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে অতিরিক্ত বাহিনী। মাওবাদীদের খোঁজে গভীর জঙ্গলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।