শেষ আপডেট: 11th November 2024 18:06
দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েকদিন আগের কথা। এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন। এবার সরাসরি অযোধ্যার রাম মন্দির উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি এল! এক ভিডিও বার্তায় পান্নুন হুমকি দিয়েছে, আগামী ১৬ থেকে ১৭ নভেম্বরের মধ্যে রাম মন্দির হামলা হবে। তবে শুধু রাম মন্দির নয়, ভারতের একাধিক মন্দির উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে এই ভিডিও বার্তায়।
সূত্র মারফৎ জানা গেছে, কানাডার ব্রাম্পটনে এই ভিডিও শ্যুট করা হয়েছে। পান্নুনকে বলতে শোনা গেছে, ''অযোধ্যার মাটি কাঁপিয়ে দেওয়া হবে।'' এই ভিডিওতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করতে দেখা গেছে। বিগত কদিন ধরে কানাডায় একাধিক মন্দিরে খলিস্তানিরা হামলা করছে বলে অভিযোগ। বসবাসকারী হিন্দুদের পান্নুন এও হুঁশিয়ারি দিয়েছে, এইসব ঘটনার মধ্যে যেন তাঁরা না জড়ান। একই সঙ্গে, কানাডায় বসে যারা নরেন্দ্র মোদীকে সমর্থন করছেন তাঁরা দেশ ছেড়ে চলে যেতে পারেন বলেও 'পরামর্শ' দেওয়া হয়েছে।
চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠার হুমকি দিয়েছিল পান্নুন। গত বছর ঠিক এই সময়ে একই রকম হুমকি দিয়েছিল সে। তাঁর হুমকি, এয়ার ইন্ডিয়া বিমানে বিস্ফোরণ ঘটানো হবে। 'শিখ ফর জাস্টিস' সংগঠনের মাথা পান্নুনকে ২০২০ সালে জঙ্গি তকমা দিয়েছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। এরপর ২০২৩ সালে পান্নুন এক ভিডিও বার্তায় দাবি করে, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের নাম বদল হবে আর কেউ যেন এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠে! সেই সময়ে তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছিল। যদিও কোনও হামলার ঘটনা ঘটেনি।
পান্নুনের একসঙ্গে আমেরিকা ও কানাডার নাগরিকত্ব আছে। মূলত কানাডায় ঘাঁটি গেড়ে তিনি খলিস্তানপন্থী কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন। মার্কিন গোয়েন্দা রিপোর্টের সত্যতা পরে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও স্বীকার করে। সম্প্রতি আবার খলিস্তানি জঙ্গি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের চক্রান্তের অভিযোগ দায়েরের ভিত্তিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রাক্তন র-প্রধানকে তলব করেছে মার্কিন আদালত। এ বিষয়ে ভারত সরকার এক প্রতিক্রিয়ায় বলেছে, এই ঘটনা সম্পূর্ণ অনধিকার চর্চা।