শেষ আপডেট: 21st October 2024 11:06
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বর মাসের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না! যাত্রীদের এভাবেই হুমকি দিল খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন। গত বছর ঠিক এই সময়ে একই রকম হুমকি দিয়েছিল সে। তাহলে কি এবার সত্যিই কোনও হামলার ছক করা হয়েছে, প্রশ্ন উঠেছে।
শিখদের ওপর হামলার ঘটনার ৪০ বছর হতে চলেছে। এই সময়ে দাঁড়িয়েই এমন এক হুমকি এল পান্নুনের থেকে। মনে করা হচ্ছে, শিখদের ওপর হামলার ঘটনার বদলা নিতেই এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা করতে পারে সে এবং তার অনুগামীরা। বিগত কয়েক দিন ধরেই একাধিক বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। যদিও সব ভুল খবর ছিল বলে জানা গেছে এবং এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে মুম্বই পুলিশ। তবে এরই মধ্যে পান্নুনের এই হুমকি আতঙ্ক বাড়িয়েছে স্বাভাবিকভাবেই।
'শিখ ফর জাস্টিস' সংগঠনের মাথা পান্নুনকে ২০২০ সালে জঙ্গি তকমা দিয়েছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। এরপর ২০২৩ সালে পান্নুন এক ভিডিও বার্তায় দাবি করে, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের নাম বদল হবে আর কেউ যেন এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠে! সেই সময়ে তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছিল। যদিও কোনও হামলার ঘটনা ঘটেনি।
সম্প্রতি আবার খলিস্তানি জঙ্গি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের চক্রান্তের অভিযোগ দায়েরের ভিত্তিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রাক্তন র-প্রধানকে তলব করেছে মার্কিন আদালত। এ বিষয়ে ভারত সরকার এক প্রতিক্রিয়ায় বলেছে, এই ঘটনা সম্পূর্ণ অনধিকার চর্চা।
গতবছর মার্কিন গোয়েন্দারা গুরপন্তওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্তের একটি নথি প্রকাশ করে। পান্নুনের একসঙ্গে আমেরিকা ও কানাডার নাগরিকত্ব আছে। মূলত কানাডায় ঘাঁটি গেড়ে তিনি খলিস্তানপন্থী কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন। মার্কিন গোয়েন্দা রিপোর্টের সত্যতা পরে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও স্বীকার করে। যার জবাবে ভারত বলেছিল, এটা জটিল একটি বিষয়। এবং উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিল।