শেষ আপডেট: 17th March 2025 09:56
দ্য ওয়াল ব্যুরো: দোলে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা নিয়ে সরব হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী বলেছেন, যাঁরা মৃত্যুকুম্ভ বলে আক্রমণ করেছিল তারা একদিনের দোল উৎসবকে নিরপদ্রুপ রাখতে পারে না।
গত ২৯ জানুয়ারি মহা কুম্ভে পদপৃষ্ট হয়ে বহু মানুষ হতাহত হন। ওই ঘটনার নিন্দা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মৃত্যুকুম্ভ’ কথাটি বলেছিলেন। সেই সঙ্গে অভিযোগ করেছিলেন, বহু মৃতদেহ লোপাট করে দেওয়া হয়েছে। উত্তর প্রদেশ সরকার তখনই তৃণমূল নেত্রীর অভিযোগ খণ্ডন করে বিবৃতি দেয়। রবিবার গোরখপুরে এক অনুষ্ঠানে মুখ খোলেন যোগী।
দোলের দিন বীরভূমের সাঁইথিয়ায় দু-পক্ষের মধ্যে গোলমালের জেরে গুজব রটানো শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। সোমবার পরিষেবা চালু করা হতে পারে।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার টিটাগড়ে এক যুবককে কুপিয়ে খুন করা হয় দোলের দিন সকালে। রং খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় ওই যুবককে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
গোরখপুরের অনুষ্ঠানে যোগী বলেন, ৪৫ দিন ধরে কুম্ভ মেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রতিদিন বাংলা থেকে গড়ে এক লাখ মানুষ অংশ নিয়েছেন। উত্তর প্রদেশের জনসংখ্যা ২৫ কোটি। কুম্ভে স্নান করেছেন তার চাইতে বেশি মানুষ। পদপিষ্ট হওয়ার একটি ঘটনা ছাড়া শান্তিতে সম্পন্ন হয়েছে। অথচ, ওই একটি ঘটনাকে যারা মৃত্যুকুম্ভ বলেছিলেন তারা দোলের একটি দিন নিজের রাজ্যে শান্তি বজায় রাখতে পারলেন না।