ফাইল ছবি।
শেষ আপডেট: 18 January 2025 07:02
দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসে সেনাবাহিনীর সক্ষমতা প্রদর্শনে এবার বড় ধরনের পরিবর্তন আসছে। এবার স্থল, নৌ ও বিমান বাহিনী আলাদা করে তাদের সক্ষমতা প্রদর্শন করবে না। ভারতীয় সেনার সক্ষমতা তিন বাহিনী একত্রে প্রদর্শন করবে।
প্রতিরক্ষা মন্ত্রক সুত্রে জানা গিয়েছে, সরকারের তরফে সেনাকে তিন বাহিনীর যৌথ প্রদর্শনীর ব্যবস্থা করতে বলা হয়।৷ তিন বাহিনীর মধ্যে বোঝাপড়ার নিদর্শন তুলে ধরতেই এই পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক সুত্রে আরও বলা হয়েছে শুধু প্রজাতন্ত্র দিবসের যৌথ প্রদর্শনীতেই এই ভাবনা সীমাবদ্ধ থাকবে না। তিন সেনার যৌথ কমান্ড এবং বাহিনীর মধ্যে সমন্বয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। মাঝারি স্তরের অফিসারদের তিন বাহিনীর সব ক'টিতেই পালা করে কাজ করতে হবে।
সেনা বিশেষজ্ঞদের বক্তব্য, তিন বাহিনীর সীমাবদ্ধতা, প্রতিকূলতা সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া থাকা দরকার। কারগিল যুদ্ধের সময় বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব সেনাবাহিনী ও সরকারের শীর্ষ মহলের নজরে এসেছিল। তখনই তিন বাহিনীর প্রধানের উপর সেনাধ্যক্ষ পদ তৈরির প্রস্তাব আসে, যা ইতিমধ্যে কার্যকর হয়েছে। সেনাধ্যক্ষের নেতৃত্বে বাহিনীতে এখন যৌথ কমান্ড কাজ করছে। তারই দৃষ্টান্ত হিসাবে এবার তিন বাহিনী একত্রে পারদর্শিতার প্রদর্শনী করবে।