Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Republic Day

প্রজাতন্ত্র দিবসে এবারই প্রথম সেনার তিন বাহিনী একত্রে শক্তি প্রদর্শন করবে

প্রজাতন্ত্র দিবসে সেনাবাহিনীর সক্ষমতা প্রদর্শনে এবার বড় ধরনের পরিবর্তন আসছে। এবার স্থল, নৌ ও বিমান বাহিনী আলাদা করে তাদের সক্ষমতা প্রদর্শন করবে না।

প্রজাতন্ত্র দিবসে এবারই প্রথম সেনার তিন বাহিনী একত্রে শক্তি প্রদর্শন করবে

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 January 2025 07:02

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসে সেনাবাহিনীর সক্ষমতা প্রদর্শনে এবার বড় ধরনের পরিবর্তন আসছে। এবার স্থল, নৌ ও বিমান বাহিনী আলাদা করে তাদের সক্ষমতা প্রদর্শন করবে না। ভারতীয় সেনার সক্ষমতা  তিন বাহিনী একত্রে প্রদর্শন করবে। 

প্রতিরক্ষা মন্ত্রক সুত্রে জানা গিয়েছে, সরকারের তরফে সেনাকে তিন বাহিনীর যৌথ প্রদর্শনীর ব্যবস্থা করতে বলা হয়।৷ তিন বাহিনীর মধ্যে বোঝাপড়ার নিদর্শন তুলে ধরতেই এই পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক সুত্রে আরও বলা হয়েছে শুধু প্রজাতন্ত্র দিবসের যৌথ প্রদর্শনীতেই এই ভাবনা সীমাবদ্ধ থাকবে না। তিন সেনার যৌথ কমান্ড এবং বাহিনীর মধ্যে সমন্বয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়িত  হচ্ছে। মাঝারি স্তরের অফিসারদের তিন বাহিনীর সব ক'টিতেই পালা করে কাজ করতে হবে। 

সেনা বিশেষজ্ঞদের বক্তব্য, তিন বাহিনীর সীমাবদ্ধতা, প্রতিকূলতা সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া থাকা দরকার। কারগিল যুদ্ধের সময় বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব সেনাবাহিনী ও সরকারের শীর্ষ মহলের নজরে এসেছিল। তখনই তিন বাহিনীর প্রধানের উপর সেনাধ্যক্ষ পদ তৈরির প্রস্তাব আসে, যা ইতিমধ্যে কার্যকর হয়েছে। সেনাধ্যক্ষের নেতৃত্বে বাহিনীতে এখন যৌথ কমান্ড কাজ করছে। তারই দৃষ্টান্ত হিসাবে এবার তিন বাহিনী একত্রে পারদর্শিতার প্রদর্শনী করবে।


ভিডিও স্টোরি