শেষ আপডেট: 29th August 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো: আবার চিনকে টেক্কা দিল ভারত। বেজিং শহরকে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী শহর হয়ে গেল মুম্বই। হুরুন রিসার্চ ইনস্টিটিউট সম্প্রতি যে তথ্য প্রকাশ করেছে তাতে এমনটাই বলা হয়েছে। বেজিংয়ের জনসংখ্যা মুম্বইয়ের থেকে অনেকটাই বেশি। তাও ধনকুবেরদের তালিকায় সেই শহরকে হারাল ভারতের বাণিজ্য নগরী।
সম্প্রতি যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, ভারতের অর্থনৈতিক রাজধানী আগেই ছিল মুম্বই। এবার এশিয়ার ‘বিলিয়নিয়ারদের রাজধানী’ হল ভারতের বাণিজ্য নগরী। সাম্প্রতিক সময়ে ৫৮ জন বিলিয়নিয়ার বেড়েছে মুম্বইয়ে। সাম্প্রতিক সময়ে ভারতে ২৯ শতাংশ বিলিয়নিয়ার বেড়েছে। অন্যদিকে চিনে ২৫ শতাংশ কমেছে বলে হুরুনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
হুরুন সংস্থার চিফ রিসার্চার আনাস রহমান জুনায়েদ জানিয়েছেন, এই মুহূর্তে দেশে ৩৩৪ জন বিলিয়নিয়ার আছেন, যার ২৫ শতাংশই মুম্বইয়ে। তারপর এই তালিকায় রয়েছে দিল্লি যে শহরে সাম্প্রতিক সময়ে ১৮ জন বিলিয়নিয়ার বেড়েছে। তারপরে রয়েছে হায়দরাবাদ। সেই শহরে নতুন বিলিয়নিয়ারের সংখ্যা ১৭। এরপর একে একে রয়েছে চেন্নাই (৮২), কলকাতা (৬৯), আহমেদাবাদ (৬৭), পুনে (৫৩), সুরাত (২৮) এবং গুরুগ্রাম (২৩)।
এর আগে মার্চ মাসে হুরুন রিসার্চ ইনস্টিটিউট একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, বিশ্বের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকার নিউইয়র্ক। মোট ১১৯ জন বিলিয়নিয়ার বাস করেন সেখানে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে লন্ডন। সে শহরে ৯৭ জন বিলিয়নিয়ারের বাস। বিশ্বের তালিকার নিরিখে শীর্ষ স্থানে রয়েছে চিন। তারপর রয়েছে আমেরিকা।