শেষ আপডেট: 4th October 2024 14:44
দ্য ওয়াল ব্যুরো: মহাপুরুষেরা হা-হুতাশ করেন ভগবান দর্শনের। ধ্যান-তপস্যার শেষ রাখেন না। তাতেও দর্শন পাওয়া দায়। অথচ সেই ভগবানই স্বপ্নে দেখা দিলেন এক চোরকে। তাতেই জাগ্রত বিবেক। এক সপ্তাহ আগে চুরি করা রাধা-কৃষ্ণের মূল্যবাণ অষ্টধাতুর মূর্তি ফিরিয়ে দিল মন্দিরে। লিখে রাখল ক্ষমাচিঠিও।
ঘটনাটা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার নবাবগঞ্জ থানা এলাকার। সেখানকার বিখ্যাত গৌ ঘাট আশ্রমের মন্দিরের অষ্টধাতুর রাধা-কৃষ্ণের কয়েকটি মূর্তি চুরি হয়ে গিয়েছিল। সেই অভিযোগ নিয়েই মন্দিরের পুরোহিত থানায় অভিযোগ দায়ের করেন। চুরির সাত দিন যেতে না যেতেই মূর্তি ফেরত দিল চোর। শুধু মূর্তি ফেরত দিয়েই ক্ষান্ত থাকেনি সে। ক্ষমা চেয়ে চিঠিও রেখে গেল। সেখানে জানাল ফেরত দেওয়ার কারণ।
সেই চিঠিতে চোর লেখে, 'মহারাজ জি প্রণাম। অনিচ্ছাকৃতভাবেই ভগবান রাধা ও কৃষ্ণের মূর্তি চুরি করে আমি বিরাট বড় অন্যায় করেছি। মূর্তিগুলো চুরি করার পর থেকেই দুঃস্বপ্ন আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। আমি না পারছি ঘুমোতে, না খেতে। শান্তিতে থাকতে পারিনি। এছাড়াও, আমার ছেলে এবং স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। আমি টাকার জন্য মূর্তি চুরি করেছিলাম।'
মঙ্গলবার সন্ধ্যায় আশ্রমের বাইরে একটি ব্যাগ রেখে একজনকে পালিয়ে যেতে দেখা যায়। যার জন্য আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এরপর সেখানেই একজন ব্যাগ খুলে চুরি হয়ে যাওয়া রাধা-কৃষ্ণের মূর্তিগুলি খুঁজে পান। অতি যত্নে সেগুলো ব্যাগে রাখা হয়েছিল বলে খবর। এরপর পুলিশ এসে সেই ব্যাগ থেকে ওই ক্ষমাচিঠি উদ্ধার করে।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর রাতে মন্দিরে চুরি হয়েছিল। সেই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতায় চুরি-সহ একাধিক ধারায় অজ্ঞাত চোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তার সাত দিন পরই চোরের এহেন ঘটনা। যাতে রীতিমতো বিস্মিত সকলে। জানা গেছে, মূর্তিগুলোকে জল দিয়ে স্নান করিয়ে শুদ্ধ করে মন্দিরের পুরোহিত ফের প্রতিষ্ঠা করেন। তারপর শুরু হয় রীতি মেনে পুজো।