ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তৃতীয় পক্ষ থাকবে না। আলোচনা হলে তা হবে দ্বিপাক্ষিক।
জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের ইস্যুও একটাই পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে।
শেষ আপডেট: 22 May 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর পরবর্তী সংঘর্ষে পাকিস্তানকে মদত দেওয়া তুরস্ককে বৃহস্পতিবার কড়া ভাষায় হুঁশিয়ারি দিল ভারত। তুরস্ক যেন পাকিস্তানকে সাহায্য দেওয়া বন্ধ করে জোরাল ভাষায় সীমানা পেরিয়ে সন্ত্রাস চালানো থামাতে বলে। তারা যেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ করে।একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষাতেই তিনিও জানিয়ে দেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তৃতীয় পক্ষ থাকবে না। আলোচনা হলে তা হবে দ্বিপাক্ষিক। জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের ইস্যুও একটাই পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন বলেন, আমরা আশা করি, তুরস্ক জোরাল ভাষায় পাকিস্তানকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপে সমর্থন জোগানো বন্ধ করুক। কয়েক দশক ধরে পাকিস্তান জঙ্গিদের ঘাঁটি, তার বিরুদ্ধে কথা বলুক তুরস্ক। তিনি বলেন, দুদেশের সম্পর্ক গড়ে ওঠে একে অপরের প্রতি সহানুভূতি, বোঝাপড়ার উপর।
ভারতের বিদেশ মন্ত্রক সম্প্রতি ফোনে আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে। রণধীর জয়সওয়াল জানান, আফগান মন্ত্রীকে আমাদের তরফ থেকে পহলগাম জঙ্গি হামলার নিন্দা করার জন্য ধন্যবাদ জানানো হয়। আলাপের সময় আফগানিস্তানকে ভারতের বিদেশমন্ত্রী এও জানান যে, দুদেশের মধ্যে কোনও মতপার্থক্য নেই।
জয়সওয়াল তুরস্কের বিমান কোম্পানি সেলেবি প্রসঙ্গে বলেন, তুর্কি দূতাবাসের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। কিন্তু আমি যতদূর জানি এই সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক। তাঁর দাবি, পাকিস্তান ও ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিদেশে গিয়ে প্রচার করা হচ্ছে।