Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কেদারনাথ যাত্রার পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৭ জনের মৃত্যুর আশঙ্কাতেহরানে প্রতিরক্ষা মন্ত্রকে বিমান হামলার দায় স্বীকার ইসরায়েলের, পাল্টা আঘাতে মৃত ৬বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়
India-Pakistan Relations

কাশ্মীর ফেরত দিলে তবেই আলোচনা, পাকিস্তানের পাশাপাশি তুরস্ককেও হুঁশিয়ারি ভারতের

ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তৃতীয় পক্ষ থাকবে না। আলোচনা হলে তা হবে দ্বিপাক্ষিক।

কাশ্মীর ফেরত দিলে তবেই আলোচনা, পাকিস্তানের পাশাপাশি তুরস্ককেও হুঁশিয়ারি ভারতের

জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের ইস্যুও একটাই পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে।

শেষ আপডেট: 22 May 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর পরবর্তী সংঘর্ষে পাকিস্তানকে মদত দেওয়া তুরস্ককে বৃহস্পতিবার কড়া ভাষায় হুঁশিয়ারি দিল ভারত। তুরস্ক যেন পাকিস্তানকে সাহায্য দেওয়া বন্ধ করে জোরাল ভাষায় সীমানা পেরিয়ে সন্ত্রাস চালানো থামাতে বলে। তারা যেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ করে।একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষাতেই তিনিও জানিয়ে দেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তৃতীয় পক্ষ থাকবে না। আলোচনা হলে তা হবে দ্বিপাক্ষিক। জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের ইস্যুও একটাই পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন বলেন, আমরা আশা করি, তুরস্ক জোরাল ভাষায় পাকিস্তানকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপে সমর্থন জোগানো বন্ধ করুক। কয়েক দশক ধরে পাকিস্তান জঙ্গিদের ঘাঁটি, তার বিরুদ্ধে কথা বলুক তুরস্ক। তিনি বলেন, দুদেশের সম্পর্ক গড়ে ওঠে একে অপরের প্রতি সহানুভূতি, বোঝাপড়ার উপর।

ভারতের বিদেশ মন্ত্রক সম্প্রতি ফোনে আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে। রণধীর জয়সওয়াল জানান, আফগান মন্ত্রীকে আমাদের তরফ থেকে পহলগাম জঙ্গি হামলার নিন্দা করার জন্য ধন্যবাদ জানানো হয়। আলাপের সময় আফগানিস্তানকে ভারতের বিদেশমন্ত্রী এও জানান যে, দুদেশের মধ্যে কোনও মতপার্থক্য নেই।

জয়সওয়াল তুরস্কের বিমান কোম্পানি সেলেবি প্রসঙ্গে বলেন, তুর্কি দূতাবাসের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। কিন্তু আমি যতদূর জানি এই সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক। তাঁর দাবি, পাকিস্তান ও ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিদেশে গিয়ে প্রচার করা হচ্ছে।


ভিডিও স্টোরি