শেষ আপডেট: 8th December 2024 16:32
কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার বিকেলেই তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। এনসিপি-র অজিত পাওয়ারও। মুম্বইয়ের আজাদ ময়দানে মহাসমারোহে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির তাবড় নেতা ও মুখ্যমন্ত্রীরা। ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। এই মেগা অনুষ্ঠানেই অনেকের ব্যাগ থেকে সোনার চেন ছিনতাই হয়ে গেছে বলে অভিযোগ।
শপথ গ্রহণের অনুষ্ঠানে ছিনতাইয়ের ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুলিশ। জানা গেছে, মোট ১৩ জনের ব্যাগ থেকে মূল্যবান সম্পত্তি খোয়া গেছে। শুধু সোনার হারই নয়, অনেকের ব্যাগ থেকে টাকা চুরি গেছে বলেও অভিযোগ। সব মিলিয়ে ১২.৪ লাখ টাকার জিনিস শপথ গ্রহণের অনুষ্ঠান থেকে চুরি গেছে বলে পুলিশ সূত্রে খবর।
এখনও পর্যন্ত পুলিশের কাছে ১৩টি এফআইআর দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩ (২) ভারতীয় ন্যায় সংহিতার ধারায় চুরির অপরাধে দায়ের হয়েছে মামলা। মহারাষ্ট্রের আজাদ ময়দানে দেবেন্দ্র ফড়নবিশের শপথগ্রহণ অনুষ্ঠানে ৫০ হাজার মানুষের ভিড় হয়েছিল। সেখানে কে বা কারা এমন ঘটনা ঘটাল? এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পুলিশকে।
আজাদ ময়দান থানার পুলিশ বলছে, অপরাধীদের সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মূলত, অনুষ্ঠানে ভিড়ের কারণে কখন মূল্যবান জিনিস খোয়া গেছে তা অনেকেই বুঝে উঠতে পারেননি বলে খবর। অনুষ্ঠান শেষে কমপক্ষে ১৩ জন মানুষের মূল্যবান জিনিস ব্যাগ থেকে চুরি গেছে বলে জানা গেছে।
তবে পুলিশ জানিয়েছে যাদের জিনিস হারিয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষ প্রবীণ। সেই তালিকায় যেমন রয়েছেন ৬৪ বছর বয়সী কান্দিভালির বাসিন্দা শিবাজি গাওয়ালি। তাঁর ৩০-গ্রাম সোনার চেন হারিয়ে গেছে। অন্যদিকে আন্ধেরির ৫০ বছর বয়সী জয়দেবী উপাধ্যায় ২০ গ্রাম এবং ৬১ বছর বয়সি সন্তোষ লাচকেও ১৭ গ্রাম সোনার চেন হারিয়েছেন।