পুষ্পা ২ দেখার সময়ে রক্তারক্তি কাণ্ড।
শেষ আপডেট: 12th December 2024 11:19
দ্য ওয়াল ব্যুরো: হলের ভিতরে চলছিল সিনেমা। পুষ্পা ২ (Pushpa 2)। সেই সময়েই সিনেমা হলের ক্যান্টিনে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। অভিযোগ, খাবারের বিল নিয়ে বিবাদের জেরে ক্যান্টিন মালিক এক ব্যক্তির কান কামড়ে ছিঁড়ে নিয়েছেন! মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ইন্দেরগঞ্জ এলাকার কৈলাশ টকিজ সিনেমা হলের এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কৈলাশ টকিজে সিনেমা দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা শাব্বির। পুষ্পা দেখার মাঝে ইন্টারভালের সময় ক্যান্টিনে খাবার কিনতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানেই শাব্বির এবং ক্যান্টিন মালিক রাজুর মধ্যে বিতর্ক শুরু হয়।
রাজু অভিযোগ করেন যে শাব্বির খাবার খেয়ে নাকি টাকা দেননি। শাব্বির দাবি করেন, তিনি টাকা মিটিয়েছিলেন। এই নিয়েই তাঁদের মধ্যে বচসা শুরু হয়, যা থেকে হাতাহাতি শুরু হয় কিছুক্ষণের মধ্যে।
শাব্বিরের অভিযোগ, রাজু এবং তাঁর তিন সহযোগী মিলে শাব্বিরকে মারধর করেন। সেই সময়ই রাজু শাব্বিরের একটি কান কামড়ে ছিঁড়ে নেন বলে উল্লেখ করা হয়েছে এফআইআরে। পাশাপাশি লেখা আছে, ক্যান্টিন মালিক ও তাঁর তিন সহযোগী শাব্বিরকে মেরে ফেলার হুমকিও দেন।
প্রসঙ্গত, সিনেমার ফাইট সিনেও এমনই কান কামড়ানোর ঘটনা আছে। মনে করা হচ্ছে, সেই দেখে 'অনুপ্রাণিত' হয়েই এই ঘটনা ঘটিয়েছেন রাজু। শাব্বিরের কানে ৮টি সেলাই পড়েছে।
আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২ রিলিজ করার মাত্র ছ’দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকা লাভের মাইলফলক ছুঁয়েছে। প্রযোজকদের মতে, এটিই এখনও পর্যন্ত এত কম সময়ে এত টাকা আয় করা দ্রুততম ভারতীয় সিনেমা।
তবে ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পর থেকেই যেন এই সিনেমা প্রদর্শনের সঙ্গে কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে। প্রথম দিনের শোয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান হায়দরাবাদের এক ব্যক্তি। এর পরেই মুম্বইয়ের একটি হলে পুষ্পা চলার সময়ে রাসায়নিক স্প্রে ছড়িয়ে পড়ে, যার ফলে দর্শকরা অসুস্থ হয়ে পড়েন। এর পরে আবার সেই শো চলার সময়েই সিনেমা হলে ঘটে গেল কান কামড়ানোর ঘটনা।