শেষ আপডেট: 19th December 2024 17:36
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের লোকসভা সদস্য প্রিয়ঙ্কা গান্ধী বঢরার ছবি ভাইরাল নেট দুনিয়ায়। যে ছবিতে দেখা যাচ্ছে, কেরলের ওয়ানাড় কেন্দ্রের এমপি প্রিয়ঙ্কার কাঁধে একটি ঝোলা ব্যাগ। যাতে ইংরেজিতে লেখা আছে, বাংলাদেশি হিন্দুদের নিয়ে আমি কিছু পরোয়া করি না (don’t care about Bangladeshi Hindus)। কিন্তু, তা সত্যি নয়!
ভাইরাল হওয়া এই ছবিটি আসলে এডিট করা একটি ছবি। প্রকৃত ছবিটি দেশের প্রায় সব সংবাদমাধ্যমে প্রকাশিত হয় গত ১৬ ডিসেম্বর। যেখানে প্রিয়ঙ্কা গান্ধী সংসদের বাইরে একটি ঝোলা ব্যাগ কাঁধে দাঁড়িয়ে ছবি তোলার পোজ দিয়েছিলেন চিত্র সাংবাদিকদের। সেই প্যালেস্তাইনকে সমর্থনের কথা লেখা ছিল।
কিন্তু, তার পরদিন, ১৭ ডিসেম্বর প্রিয়ঙ্কা একটি ব্যাগ কাঁধে কংগ্রেস এমপিদের বিক্ষোভে যোগ দিয়েছেন বলে ছবি ভাইরাল হয়। সংসদ চত্বরে সেদিন কংগ্রেস এমপিরা বাংলাদেশে হিন্দু-খ্রিস্টান সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছিলেন। ভাইরাল ছবিতে প্রিয়ঙ্কার ব্যাগে লেখা ছিল, বাংলাদেশি হিন্দুদের নিয়ে আমি ভাবি না। ফ্যাক্ট চেকে জানা গিয়েছে, ওই ছবিটি এডিট করে পোস্ট করা হয়েছিল।
ডেকান হেরাল্ড এই খবর দিয়ে লিখেছে যে তারা গুগল লেন্স সার্চ-এ পরীক্ষা করে দেখেছে, বাংলাদেশি হিন্দুদের নিয়ে লেখা ব্যাগটি আসলে এডিট করে করা হয়েছে। প্রিয়ঙ্কা নিজে তাঁর ইনস্টাগ্রামে প্যালেস্তাইন লেখা ব্যাগটি নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ফটোটিকেই এডিট করে বাংলাদেশি হিন্দুদের নিয়ে লিখে ভাইরাল করা হয়েছে। কারণ পরদিনই প্রিয়ঙ্কা বাংলাদেশি হিন্দুদের সমর্থনে লেখা একটি ঝোলা কাঁধে ঢুকেছিলেন দলীয় প্রতিবাদসভায়।