শেষ আপডেট: 12th April 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো: গত এক ঘণ্টা ধরেই দেশজুড়ে অচল হয়ে পড়েছে ইউপিআই পরিষেবা। GPay, PhonePe, Paytm সহ প্রধান ইউপিআই পরিষেবাগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে, রাস্তাঘাট, দোকান, রেস্তোরাঁ সব জায়গাতেই পেমেন্ট সমস্যা দেখা দিয়েছে। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সবাই সমস্যায় পড়েছেন। খুব দরকারেও কেউ ডিজিটালি টাকা পাঠাতে পারছেন না।
এমন পরিস্থিতিতে যাত্রীদের জন্যও দুর্ভোগ বেড়েছে, কারণ গণপরিবহন, অটো, রিকশায় ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিট কেনা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীদের মতে, এই সমস্যার কারণে তাদের কাজেও প্রভাব পড়ছে সকাল থেকে। অনেকে গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট নিতে পারছেন না, ফলে বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়েছেন তাঁরা।
যদিও প্রযুক্তি সংস্থাগুলির পক্ষ থেকে এখনও সমস্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে সমস্যার সমাধান কিছুক্ষণর মধ্যেই পাওয়া যাবে। ডিজিটাল পেমেন্টের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের সমস্যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সকলেই আশাবাদী, দ্রুত এই সমস্যা সমাধান হবে এবং সবকিছু স্বাভাবিক হবে।