Date : 16th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
IndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়াগোপালগঞ্জ কিলিং: আওয়ামী লিগ কর্মীদের উপর গুলি বর্ষণে সেনা-পুলিশকে বাহবা দিলেন ইউনুসমিশন শেষে ঘরে ফিরছেন শুভাংশু, স্বামীর পছন্দের রান্না করবেন কামনা, একসঙ্গে সময় কাটানোর অপেক্ষাবঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবাকবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ফের মেট্রো বিভ্রাট! ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের শীঘ্রই চূড়ান্ত হতে পারে আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তি, ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের'বাঙালি হওয়া, বাংলা বলা যেন এখন এক অপরাধ!' এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বললেন গর্গ চ্যাটার্জীমায়েদের ভাব ছিল না কিন্তু মেয়েরা দুই বান্ধবী, সুপ্রিয়ার মেয়ের জন্মদিনে সুচিত্রার কন্যা
Jharkhand Chief Minister Hemant Soren

হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছেন ভোটের আগে, জামিনের প্রশ্নই ওঠে না, আর্জি নাকচ সুপ্রিম কোর্টে

২১ মে গ্রীষ্মের অবসরকালীন বেঞ্চে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছেন ভোটের আগে, জামিনের প্রশ্নই ওঠে না, আর্জি নাকচ সুপ্রিম কোর্টে

হেমন্ত সোরেন।

শেষ আপডেট: 17 May 2024 10:01

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবার দেশের শীর্ষ আদালত নির্বাচনী প্রচারের জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করে দেয়। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ বিষয়টি মঙ্গলবার, ২১ মে গ্রীষ্মের অবসরকালীন বেঞ্চে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে।

ঝাড়খণ্ড হাইকোর্টে ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সোরেনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পর তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এদিন শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলে, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল ভোট শুরুর অনেক আগে। ফলে তাঁকে অন্তর্বর্তী জামিনের কোনও প্রশ্নই ওঠে না। সোরেনকে ইডি গ্রেফতার করেছিল ৩১ জানুয়ারি।

এদিন আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আগামী ২০ মে-র মধ্যে জামিন প্রসঙ্গে তাদের বক্তব্য জমা দিতে বলেছে। সোরেনের পক্ষে আইনজীবী কপিল সিবাল বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনে প্রচারের উদ্দেশ্যে জামিন দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ১৩ মে ঝাড়খণ্ডে একটি দফায় ভোট হয়েছে। ২০, ২৫ মে এবং ১ জুন আরও তিন দফায় ভোট রয়েছে এই রাজ্যে।


ভিডিও স্টোরি