শেষ আপডেট: 25th October 2024 15:07
দ্য ওয়াল ব্যুরো: আটচল্লিশ ঘণ্টার মধ্যেই দু’টি ধর্ষণের অভিযোগ মধ্যপ্রদেশে। ভোপালের রেওয়াতে যেখানে পিকিনিকে গিয়ে মহিলাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে, তেমনই ইন্দোরে এক মানসিকভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সাফাইকর্মীর বিরুদ্ধে।
এত কম সময়ের মধ্যে পরপর এমন ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে বিজেপির ‘লাডলি বেহনা যোজনা’। গত বছরের বিধানসভা নির্বাচনে নারী সুরক্ষার দাবি যে পুরোপুরি মিথ্যে তা নিয়ে ইতিমধ্যে সরব বিরোধীরা। মুখ্যমন্ত্রী মোহন যাদবকেই নিশানা করছেন সবাই।
পুলিশ সূত্রে খবর, ভোপালের রেওয়ার ঘটনায় এক দম্পতি তাঁদের কিছু বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি মন্দিরের কাছে পিকনিক করতে গিয়েছিলেন। সে সময় অচেনা পাঁচ যুবক মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল, তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও খবর।
পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করে রাখে অভিযুক্তরা। ২১ অক্টোবরের ঘটনা। থানায় অভিযোগ দায়ের করতে গেলে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ ৫ অভিযুক্তকে গ্রেফতার করে।
অন্যদিকে, পরদিন ২২ অক্টোবর মঙ্গলবার ইন্দোরে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সাফাইকর্মীর বিরুদ্ধে। মহিলাকে মধ্যরাত ৩ টে ৫০ নাগাদ রক্তাক্ত অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় আর্তনাদ করতে দেখা গিয়েছে। সেই ভিডিও ফুটেজ সরদার বাজার এলাকার ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।
ঘটনায় ইতিমধ্যে সোনু নামের ওই সাফাইকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সে অভিযোগ স্বীকারও করে নিয়েছে বলে খবর। পুলিশকে সে জানিয়েছে, রাতের অন্ধকারে জোর করে মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল। এমন ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলছে বিরোধী দল কংগ্রেস।
ইন্দোরের কংগ্রেস প্রধান জিতু পাটওয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ‘লাডলি বহেনা যোজনা’ নিয়েই প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে মহাভারতের কথা মনে করিয়ে পরোক্ষে তাঁকে দুর্যোধন কটাক্ষও করেছেন।