শেষ আপডেট: 13th December 2024 12:25
দ্য ওয়াল ব্যুরো: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে! ফের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হল হুমকি ইমেল। রুশ ভাষায় লেখা ইমেলটি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো হয় বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। কোথা থেকে ইমেল এল, কে পাঠাল তা জানার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে হুমকি ইমেল আসে। সেখানে রুশ ভাষায় লেখা রয়েছে, ব্যাঙ্ক উড়িয়ে দেওয়া হবে। এরপরই আতঙ্কিত হয়ে এমআরএ মার্গ থানার দ্বারস্থ হয় আরবিআই।
তদন্তকারীদের আশঙ্কা, যে বা যারা ইমেল পাঠিয়েছে তারা নিজেদের নাম ও পরিচয় গোপন করতেই ভিপিএন ব্যবহার করে থাকতে পারে।
চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার হুমকি ইমেল এল আরবিআইতে। এর আগে গত ১৬ নভেম্বর কাস্টমার কেয়ার নম্বরে হুমকি ফোন এসেছিল। ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়েছিল, লস্কর–ই–তৈবার কমান্ডার বলছি। এরপরই ওই অজ্ঞাতপরিচয় যুবক গান গাইতে গাইতে হুমকি দিয়েছিল। মাস ঘুরতে না ঘুরতেই ফের হুমকি ইমেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।