শেষ আপডেট: 12th November 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। বুধবারই প্রথম দফার বিধানসভা ভোট ঝাড়খণ্ডে। সোমবার বিকেলেই শেষ হয়েছে প্রথম দফার প্রচার পর্ব। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী প্রথম পর্বে ৪৩ বিধানসভা আসনে মোট ১ কোটি ৩৭ লক্ষ্য ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। তবে ভোটের কয়েকঘণ্টা আগেই প্রার্থীদের সম্পত্তির তালিকা প্রকাশ্যে এসেছে। যা দেখে চোখ কপালে ওঠার মতো।
ভাবছেন তো এ আবার কেমন খবর? প্রার্থীদের সম্পত্তির পরিমাণ কমবেশি থাকতেই পারে। কিন্তু চমকে দিয়েছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে পূর্ব সিংভুম জেলার অন্তর্গত পটকা আসনের নির্দল প্রার্থী কান্দোমনি ভূমিজের সম্পত্তির পরিমাণ ৮০ কোটি টাকা। তিনিই সবচেয়ে ধনী প্রার্থী।
কিন্তু সবচেয়ে গরীব প্রার্থী গুমলা জেলার সিসাই কেন্দ্রের ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার প্রার্থী সুশীল তোপনো। মেরেকেটে তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র সাত হাজার টাকা। তবে দু’জনেই এসটি প্রার্থী হলেও সম্পদের পরিমাণের বিচারে অনেকটাই এগিয়ে কান্দোমনি।
৬৮২ জন প্রার্থীদের মধ্যে ২৩৫ জন কোটিপতি। ৬৩ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ ৫ কোটি টাকার বেশি। পাশাপাশি ৭৮ প্রার্থীর দুই-থেকে পাঁচ কোটি টাকার সম্পদ রয়েছে।
অন্যদিকে ১৯৮ জন প্রার্থীর সম্পত্তির তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে তাঁদের ৫০ লাখ থেকে ২ কোটি টাকা রয়েছে। এছাড়া এমন ১৯৯ জন আছেন যাদের ১০ থেকে ৫০ লাখ টাকার সম্পত্তির উল্লেখ রয়েছে। বাকি ১৪৪ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১০ লাখের মধ্যে।
রিপোর্ট বলছে কোটিপতির তালিকায় থাকা বেশিরভাগ প্রার্থীই বিজেপির হয়ে ভোটে লড়ছেন। প্রথম দফায় বিজেপির ৩৬ প্রার্থীর মধ্যে ৩০ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ এক কোটি টাকার বেশি। এরপরই রয়েছে শাসক দল জেএমএম-র নাম। ২৩ জনের মধ্যে তাঁদের ১৮ জন প্রার্থীর কোটি টাকার সম্পত্তি রয়েছে। বাদ যায়নি কংগ্রেসও তাঁদের ১৭ জনের মধ্যে ১৬ জন প্রার্থীর কোটি টাকার বেশি রয়েছে বলে খবর।
অন্যদিকে বহুজন সমাজ পার্টির ৭, আরজেডির চার ও জনতা দল ইউনাইটেডের দু’জনের কোটি টাকার উপর সম্পত্তি রয়েছে। ঝাড়খণ্ডে দু’দফায় ভোটগ্রহণ হবে। আগামী ২০ নভেম্বর বাকি ৩৮ আসনে নির্বাচন হবে বলে খবর। ফলাফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।