বুধবার সন্ধের বৈঠকে অমিত শাহ ও শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 29th January 2025 20:56
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সূত্রের খবর, বুধবার বিকেলে অমিত শাহর বাসভবনে এই বৈঠক হয়। সেখানে আলোচনা হয়েছে বাংলাদেশ ইস্যু নিয়ে। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও বিস্তর কথা হয় বলে জানা যাচ্ছে। এই সব শোনার পর স্বরাষ্ট্র মন্ত্রী দেখার আশ্বাস দিয়েছেন।
সম্প্রতি রাজ্যের একাধিক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পাওয়া গিয়েছে। খুন হয়েছেন তৃণমূল নেতা-সহ অনেকে। এই পরিস্থিতিতে প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা। বুধবার মূলত সেই নিয়েই শাহী দরবারে পৌঁছন শুভেন্দু। এই সব নিয়ে আলোচনার পাশাপাশি ওঠে বাংলাদেশ প্রসঙ্গ। সূত্রের খবর, যেহেতু বাংলাদেশের সীমান্ত রয়েছে বাংলায়। তাই প্রতিবেশী দেশ ও তা নিয়ে বাংলার বর্তমান অবস্থান ও পরিস্থিতি প্রসঙ্গেও কথা হয়।
এছাড়া পশ্চিমবঙ্গে কোনও স্থায়ী ডিজি নেই বলে স্বরাষ্ট্র মন্ত্রীকে জানান শুভেন্দু অধিকারী। তাঁর মতে, স্থায়ী ডিজি নিয়োগ করতে হলে কেন্দ্রীয় সরকারের কাছে প্রথমে তিনটি নাম পাঠাতে হয় রাজ্যকে। তারপর সেখান থেকে একজনকে নির্বাচন করে দেয় কেন্দ্র। কিন্তু রাজীব কুমারের ক্ষেত্রে এই নিয়ম যথার্থভাবে মানা হয়নি। রাজীব কুমারকে তাই স্থায়ী ডিজি হিসেবে বিবেচনা করতে নারাজ বিরোধী দলনেতা।
সব শুনে দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, বাংলাদেশ প্রসঙ্গে জানিয়েছেন, ভারত সরকারের তরফে পদক্ষেপ করা হচ্ছে, সবরকম ব্যবস্থা করা হবে।