শেষ আপডেট: 2nd November 2024 21:59
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ-পূর্ব দিল্লির জংপুরায় চিকিৎসককে বাড়িতে ঢুকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আনল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তদন্তকারীরা শনিবার জানিয়েছেন, ঘটনার মাস্টারমাইন্ড বিষ্ণুস্বরূপ শাহি পলাতক থাকার সময় কমপক্ষে ২০টি সিম বদল করে। পুলিশ আরও জানিয়েছে, লাগাতার চিরুনি তল্লাশি চালিয়ে শেষমেশ অভিযুক্তকে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। খুনের পর দিল্লি থেকে ১৬০০ কিলোমিটার দূরে পালিয়েছিল সে।
শুধু সিম পরিবর্তন নয়, ছ’বারের বেশি নাম বদল করে জাল পরিচয় পত্র দেখিয়ে একাধিক জায়গায় সে আশ্রয় নেয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, শক্তি সাই, সত্য সাই, সূর্য প্রকাশ শাহি, গগন আলি এবং কৃষ্ণ শাহি-র মতো একাধিক নাম ব্যবহার করেছে বিষ্ণু। ইতিমধ্যে সেই নথি তদন্তকারীদের হাতে উঠে এসেছে।
পুলিশ আরও জানিয়েছে, যখন মূল অভিযুক্তকে পাকড়াও করা হয় তখন সে গগণ নাম ব্যবহার করছিল।
চলতি বছরের ১২ মে ডাক্তার যোগেশ চন্দ্র পালকে (৬৩) নির্মমভাবে হত্যা করা হয়। গলায় ফাঁস দিয়ে তাঁকে খুনের পর মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগও ওঠে। এরপর হাত পা বেঁধে বাড়িতেই ডাক্তারকে ফেলে চম্পট দেয় বিষ্ণু ও তার দলবল।
পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে চারজনের দল খুন করতে যায়। যার মধ্যে একজন বাইরে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনজন ঘরে ঢুকে নারকীয় অত্যাচার চালায়। ঘটনার তদন্তে নেমে বাড়ির পরিচারিকা বাসন্তী এবং দুই অভিযুক্ত আকাশ এবং হিমাংশু যোশীকে পুলিশ গ্রেফতার করলেও পলাতক ছিল মাস্টারমাইন্ড বিষ্ণুস্বরূপ।
পরে ভারত-নেপাল সীমান্ত হিমাচল প্রদেশের সুকেত ভ্যালি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকেই নেপালে পালানোর ছক কষেছিল সে।