শেষ আপডেট: 9th March 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: ক্যালিফোর্নিয়ার (California) বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরে (BAPS Shri Swaminarayan Mandir) ফের দুষ্কৃতী হামলা ও ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের (India)। বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) তরফে বিবৃতি দিয়ে মন্দিরে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানোর পাশাপাশি আমেরিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মন্দিরগুলির নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে।
আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্বামী নারায়ণ মন্দিরে গত শনিবারই হামলা চালায় একদল দুষ্কৃতী। মন্দির ভাংচুরের পাশাপাশি সেখানকার দেওয়ালে কুমন্তব্য লেখা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এমনকি দুষ্কৃতীরা হিন্দু বিরোধী বৈষম্যমূলক মন্তব্যও মন্দিরের দেওয়ালে লিখে দিয়ে যায় বলে অভিযোগ। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে।
রবিবার ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি জারি করে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ধরণের হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ভারত। স্থানীয় প্রশাসনের কাছে আর্জি যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি সকল ধর্মীয়স্থানগুলির নিরাপত্তাও নিশ্চিত করা হোক, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
Our response to media queries regarding vandalism at a Hindu Temple in California:
— Randhir Jaiswal (@MEAIndia) March 9, 2025
???? https://t.co/8H25kCdwhY pic.twitter.com/H59bYxq7qZ
যদিও হামলার ঘটনায় কারা যুক্ত পুলিশের তরফে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও, স্থানীয়দের দাবি খলিস্তানিরাই এই কাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে হিন্দু সংগঠন বিএপিএস-এর তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘ফের চিনো হিলস, ক্যালিফোর্নিয়ায় আরেক হিন্দু মন্দিরে হামলা চালানো হল। আমরা এই ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াব। মানবতা এবং বিশ্বাস ফিরিয়ে আনব।'
In the face of another Mandir desecration, this time in Chino Hills, CA, the Hindu community stand steadfast against hate. Together with the community in Chino Hills and Southern California, we will never let hate take root. Our common humanity and faith will ensure that peace…
— BAPS Public Affairs (@BAPS_PubAffairs) March 8, 2025
যদিও স্বামী নারায়ণ মন্দিরে হামলার ঘটনা এই প্রথমবার নয়। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়া বিএপিএস মন্দির ও নিউইয়র্কের এক মন্দিরে হামলার ঘটনা ঘটে। প্রতিবারই হামলার ঘটনায় খলিস্তানিদের দিকে অভিযোগের আঙুল উঠেছিল।