শেষ আপডেট: 19th September 2024 14:29
দ্য ওয়াল ব্যুরো: 'কাজের চাপে' মারা গেলেন পুনের আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই)-এর একজন কর্মী। নাম আনা সেবাস্তিয়ান পেরাইল। অতিরিক্ত কাজের চাপে মৃত্যুর গুরুতর অভিযোগ পেয়ে এবার সজাগ হল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন শ্রম মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে।
আনা সেবাস্তিয়ান পেরাইল পুনেতে কর্মরত কেরালার বাসিন্দা। মাত্র ২৬ বছরের এই তরুণী বেসরকারি সংস্থায় অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরেই এই সিদ্ধান্ত নিলেন। এমনই অভিযোগ জানিয়েছেন তাঁর মা। ওই অভিযোগে দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে।
একের পর এক প্রশ্ন উঠছে 'কর্পোরেট ওয়ার্ক কালচার' নিয়েও। তার জেরেই অভিযোগে পূর্ণাঙ্গ তদন্তের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যামে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শোভা করন্দলাজে তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন।
সেই পোস্টে তিনি লেখেন, ‘আনা সেবাস্তিয়ান পেরাইলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। অসুরক্ষিত কাজের জায়গা, অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করেই উঠেছে একাধিক অভিযোগ। সেই সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। আমরা চাই যাতে সুবিচার হয়। এই ঘটনায় শ্রম মন্ত্রক ইতিমধ্যেই অভিযোগ গ্রহণ করে নিয়েছে।'
Deeply saddened by the tragic loss of Anna Sebastian Perayil. A thorough investigation into the allegations of an unsafe and exploitative work environment is underway. We are committed to ensuring justice & @LabourMinistry has officially taken up the complaint.@mansukhmandviya https://t.co/1apsOm594d
— Shobha Karandlaje (@ShobhaBJP) September 19, 2024
এদিকে, তার মা, অনিতা অগাস্টিন, ইওয়াই ইন্ডিয়ার চেয়ারম্যান রাজীব মেমনিকে লেখা এক চিঠিতে দাবি করেছেন যে, কর্মক্ষেত্রে চাপের কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। মাত্র ৪ মাস আগেই যোগ দিয়েছিলেন এবং এটাই ছিল তাঁর প্রথম চাকরি।