শেষ আপডেট: 31st January 2025 08:17
দ্য ওয়াল ব্যুরো: শুকবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আগামীকাল শনিবার ২০২৫-’২৬ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে সভার সুচনা করবেন।
একাধিক সুত্রের খবর, মহাকুম্ভের দুর্ঘটনা এবং ওয়াকফ বিল নিয়ে বিরোধীরা সংসদে সরব হবে। কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক দল এক সুরে কুম্ভের ঘটনার জন্য সরকারি ব্যর্থতাকে দায়ী করেছে।
অন্যদিকে, ওয়াকফ বিল নিয়েও বিরোধীরা সরব। সংসদীয় কমিটির অধিকাংশ বিরোধী সাংসদের মতামত অগ্রাহ্য করে চেয়ারম্যান বিজেপি সাংসদ জগদম্বিকা পাল লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিল সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছেন। এবার সেটি সংসদে ফের পেশ করে সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার পাশ করিয়ে নিতে চাইবে বলে মনে করছেন বিরোধী শিবিরের নেতারা। ওই বিল পাশ হওয়া আটকাতে বিরোধীরা প্রতিবাদে শামিল হওয়ার কথা বললেন, ঐক্যবন্ধ কর্মসূচি নেওয়া হবে কি না তা নিয়ে সংশয় আছে।
কুম্ভের ঘটনার দায় সরাসরি কেন্দ্রীয় সরকারের উপর বর্তায় না। তবে বিরোধী দলগুলির বক্তব্য, এত বড় একটা জমায়েতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্র যথেষ্ট তৎপর ছিল না। সংসদ অধিবেশন নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে সরব হন কংগ্রেস সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য, দুই সরকারই মিথ্যাচার করছে।
সুত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকে জেডিইউ, এলজিপির মতো এনডিএ-র একাধিক শরিক দল দাবি তোলে অধিবেশনে তাদের বলতে দিতে হবে। কারণ, তারা যেমন সরকারের শরিক, তেমনই দলের কর্মী-সমর্থক এবং সংসদীয় এলাকার বাসিন্দাদের প্রতি দায় আছে।