জঙ্গি মদত নিয়ে পাকিস্তানকে খোলা হাটে 'নাঙ্গা' করে তুলে ধরতে গোলটেবিল কূটনীতির আশ্রয় নিচ্ছে ভারত।
শশী তারুর (বাঁদিকে), গুলাম নবি আজাদ (মাঝে) ও আসাদুদ্দিন ওয়েইসি (ডানে)। ফাইল ছবি।
শেষ আপডেট: 16 May 2025 15:16
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি মদত নিয়ে পাকিস্তানকে খোলা হাটে 'নাঙ্গা' করে তুলে ধরতে গোলটেবিল কূটনীতির আশ্রয় নিচ্ছে ভারত। আর এই অস্ত্রে ঘায়েল করতে সর্বদল সংসদীয় প্রতিনিধিদের বিদেশ সফরে পাঠানো হবে। পহলগাম সন্ত্রাস পরবর্তী প্রত্যাঘাতের যুক্তি ও পাকিস্তান সরকার ও সেদেশের সেনাবাহিনী যে লস্কর-ই-তোইবা ও জইশ-ই-মহম্মদের মতো আন্তর্জাতিক খাতায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে চলেছে তা তুলে ধরবেন প্রতিনিধিরা।
যে সাংসদদের বিদেশ পাঠানো হবে তাঁদের মধ্যে কংগ্রেস নেতা শশী তারুর, প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসির নাম ভাবনাচিন্তায় রয়েছে। শশী তারুর হলেন, বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। গুলাম নবি আজাদ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে বিদ্রোহী প্রাক্তন কংগ্রেসি। অন্যদিকে, হায়দরাবাদের এমপি আসাদুদ্দিন ওয়েইসি পহলগাম কাণ্ডের পর থেকে পাকিস্তান বিরোধী তোপ দেগে চলেছেন।
পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে শশী তারুর বেশ কয়েক মাস ধরেই বিজেপি তথা মোদী সরকারের ঠারেঠোরে প্রশংসা করে চলেছেন। এমনকী সাম্প্রতিক অপারেশন সিঁদুর নিয়েও মোদী ও সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন এই আমলা। বিশেষ করে শশী তারুর উচ্চশিক্ষিত, লেখক-প্রাবন্ধিক, দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় নিবন্ধ প্রকাশ হয়, সেই হিসেবে আন্তর্জাতিক খ্যাতি রয়েছে তাঁর। এছাড়াও তারুর রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতের স্থায়ী দূত হিসেবেও কাজ করেছেন অতীতে। সে কারণে সুদর্শন, স্মিতভাষী, সদা হাস্যমুখের অনর্গল অথচ তীক্ষ্ণ ইংরেজিতে দক্ষ তারুরকে প্রথম সারিতে রাখা হয়েছে।
গুলাম নবি আজাদের জন্ম জম্মু-কাশ্মীরে। প্রবীণ এই রাজনীতিক হাতের তালুর মতো চেনেন কাশ্মীরকে। একসময় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন আজাদ। দ্বিতীয়ত, পাকিস্তানকে একঘরে করতে হলে মুসলিম দুনিয়ার আস্থা অর্জন করা জরুরি ভারতের কাছে। সেই কারণে আজাদ ও ওয়েইসির মুখ চিন্তাভাবনার মধ্যে রয়েছে। এছাড়াও সরকার দলগতভাবে কংগ্রেস, নীতীশ কুমারের জনতা দল (সংযুক্ত), চন্দ্রবাবু নাইডুর টিডিপি, নবীন পট্টনায়কের বিজু জনতা দল, ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স ও শারদ পাওয়ারের এনসিপির কাছে প্রস্তাব পাঠিয়েছে।