শেষ আপডেট: 25th October 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: প্রভু জগন্নাথের আশীর্বাদে ঘূর্ণিঝড় দানায় কারও মৃত্যু হয়নি, বললেন ক্ষমতায় আসার পর এই প্রথম সাইক্লোনের মোকাবিলা করা ওড়িশার বিজেপি মুখ্যমন্ত্রী মোহন মাঝি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের আমল থেকেই ঘূর্ণিঝড়প্রবণ ওড়িশা সরকার ‘মৃত্যুশূন্য’ বিপর্যয় মোকাবিলার লক্ষ্য নিয়েছিল। তারপর এ বছরেই ওড়িশায় রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথম ক্ষমতায় আসে বিজেপি। সেই হিসেবে রাজনৈতিক দিক থেকে দানার মোকাবিলা করা ছিল মোহন মাঝির কাছে বিরাট চ্যালেঞ্জ। শুক্রবার দানা ওড়িশার তটে আছড়ে পড়ার পর মুখ্যমন্ত্রী মাঝি তাই অত্যন্ত খুশি যে, এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর মেলেনি।
এদিন সকালেই দানার পরিস্থিতি নিয়ে পর্যালাচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মাঝি। তিনি বলেন, রাজ্য সরকার মৃত্যুশূন্য বিপর্যয় মোকাবিলা করতে পেরেছে। উদ্ধারকার্য ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। আমরা আমাদের লক্ষ্যপূরণ করতে পেরেছি, বলেন বিপর্যয় মোকাবিলার প্রথম পরীক্ষায় উতরে যাওয়া মুখ্যমন্ত্রী।
মাঝি বলেন, প্রভু জগন্নাথের কৃপায় আমরা সময়মতো প্রাক বিপর্যয় মোকাবিলা করতে পেরেছি। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া গিয়েছে। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ এবং দলগতভাবে কাজ করার ফলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের সরকারে অফিসাররা ৭২ ঘণ্টা ধরে নিরলস পরিশ্রম করেছেন।
তিনি আরও বলেন, যেখানে যেখানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বিদ্যুৎ কর্মীরা পৌঁছে গিয়ে কাজ করছেন। শুক্রবার দুপুরের মধ্যেই উপড়ে পড়া গাছ সরানোর কাজ শেষ হয়ে যাবে। খুব শীঘ্রই জনজীবন স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। জেলা প্রশাসনগুলিকে অতি দ্রুত ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মাঝি।