Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Shashi Tharoor on Pahalgam terror attack

'সন্ত্রাস কোনও একটি দেশের সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী ব্যাধি', বিশ্বমঞ্চে বার্তা শশী থারুরের

শনিবার নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেটে শশী থারুর বলেন, “সন্ত্রাসবাদ এখন আর কোনও একটি দেশের সমস্যা নয়। এটা বিশ্বব্যাপী ব্যাধি। সবাইকে একজোট হয়ে এর বিরুদ্ধে লড়তে হবে।”

'সন্ত্রাস কোনও একটি দেশের সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী ব্যাধি', বিশ্বমঞ্চে বার্তা শশী থারুরের

শশী থারুর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 25 May 2025 03:01

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামের ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার পর পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি ও লঞ্চপ্যাডে ভারত যেভাবে মেপে ও পরিকল্পনা করে প্রত্যাঘাত করেছে, তা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। শনিবার নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেটে তিনি বলেন, “সন্ত্রাসবাদ এখন আর কোনও একটি দেশের সমস্যা নয়। এটা বিশ্বব্যাপী ব্যাধি। সবাইকে একজোট হয়ে এর বিরুদ্ধে লড়তে হবে।”

সফরের শুরুতেই সর্বদলীয় এই প্রতিনিধিদল গিয়েছিলেন নিউ ইয়র্কের ৯/১১ মেমোরিয়ালে। সেখানে থারুর বলেন, “এই জায়গাটিতে এসে আবেগ ধরে রাখা কঠিন। আমরা এসেছি এমন এক সময়ে, যখন ভারতে পহেলগামে আরও একটি জঙ্গি হামলা ঘটেছে। এই বার্তা দিতে চেয়েছি, সন্ত্রাসের ক্ষত দুই দেশই বয়ে বেড়াচ্ছে।”

পহেলগাম হামলার বর্ণনা দিতে গিয়ে থারুর বলেন, “হামলাকারীরা আগে ধর্ম যাচাই করে দেখছিল, তারপর হত্যা করছিল। অধিকাংশ নিহতই হিন্দু ছিলেন। এর পেছনে স্পষ্টভাবে দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ষড়যন্ত্র ছিল।” তবে এর জবাবে কাশ্মীর থেকে দেশের বিভিন্ন প্রান্তে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্যের ছবি উঠে এসেছে বলেও জানান তিনি।

থারুর বলেন, “হামলার এক ঘণ্টার মধ্যেই TRF বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করে। এই সংগঠনটি লস্কর-ই-তইবার একটি মোর্চা, যা রাষ্ট্রসংঘ ও আমেরিকায় সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত। ভারত আগেই রাষ্ট্রসংঘে এই সংগঠনের বিষয়ে তথ্য দিয়েছিল।” তবু পাকিস্তান হামলার দায় অস্বীকার করেছে এবং চিনের সহায়তায় রাষ্ট্রসংঘের খসড়া বিবৃতি থেকে TRF-এর নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন থারুর।

ভারতের প্রতিক্রিয়ার প্রশংসা করে কংগ্রেস সাংসদ বলেন, “আমি সরকারের অংশ নই। বিরোধী দলের প্রতিনিধি হিসেবে আমি একটি প্রবন্ধ লিখেছিলাম—সময় এসেছে স্মার্টভাবে এবং কড়া জবাব দেওয়ার। খুশি যে ভারত ঠিক সেটাই করেছে।” তিনি জানান, ভারতের প্রত্যাঘাত ছিল ৯টি নির্দিষ্ট জঙ্গি ঘাঁটি, সদর দফতর ও লঞ্চপ্যাডে। এর মধ্যে ছিল লস্কর-ই-তইবার মুরিদকির ঘাঁটি এবং জইশ-ই-মহম্মদের বাহাওয়ালপুর বেস, যা সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যার ঘটনায় জড়িত।

থারুর বলেন, “ভারতের বার্তা স্পষ্ট—সন্ত্রাসের জবাব দেবে ভারত, কিন্তু যুদ্ধ চায় না। এই হামলা প্রতিশোধ, কিন্তু সেটা নিয়ন্ত্রিত এবং সুপরিকল্পিত।” এই প্রতিনিধিদল বিভিন্ন দেশে গিয়ে সেখানকার সরকারের প্রতিনিধিদের, বিদেশনীতি বিশেষজ্ঞদের ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। থারুর জানান, “আমরা চাই, বিশ্ব ভারতকে বুঝুক—আমরা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কোনও রকম বিভ্রান্তি ছাড়াই।”

কারা রয়েছেন এই দলে?

শশী থারুরের নেতৃত্বে এই সর্বদলীয় প্রতিনিধিদলে রয়েছেন শম্ভবী চৌধুরী (লোক জনশক্তি পার্টি), সরফরাজ আহমেদ (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), জি এম হরীশ বালায়াগি (তেলুগু দেশম পার্টি), শশাঙ্ক মণি ত্রিপাঠী, তেজস্বী সূর্য, ভূবনেশ্বর কে. লতা (সবাই বিজেপি), মল্লিকার্জুন দেবদা (শিব সেনা), এবং আমেরিকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তরনজিৎ সিং সন্দু।


ভিডিও স্টোরি