শেষ আপডেট: 18th October 2024 15:19
দ্য ওয়াল ব্যুরো: বিষমদকাণ্ডে বিহারে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার সেই সংখ্যাটা ৩৫-এ পৌঁছল। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিহারের সিওয়ান ও সারণ জেলায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সারণের থেকে সিওয়ান জেলায় মৃত্যুর হার অনেকটাই বেশি। সিওয়ানের মাঘার এবং অরাইয়ায় ইতিমধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে এবং সারণের ইব্রাহিমপুরে বিষমদ খেয়ে প্রাণ গিয়েছে আরও ৭ জনের। হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিহারের নীতীশ কুমার সরকার ইতিমধ্যে দাবি উড়িয়ে দিলেও স্থানীয়দের অভিযোগ অন্য কোনও কারণ নয় বিষমদ খেয়েই এত মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৩০ জন মানুষ আশঙ্কাজনক অবস্থায় রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নীতীশ কুমারকে কাঠগড়ায় তুলে রীতিমতো তুলোধনা করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।
বৃহস্পতিবারই তেজস্বী অভিযোগ করেছিলেন, পুরোটাই নাকি নীতীশ কুমারের চাল। শুক্রবার এক্স হ্যান্ডেলে লালু পুত্র লেখেন, রাজ্যে মদ বন্ধ করে দেওয়ার ভাবনা মুখ্যমন্ত্রীর ‘ভ্রষ্টাচার’ ছাড়া আর কিছুই নয়। এদিন নীতীশের উদ্দেশে ১২ টি প্রশ্ন করেছেন তেজস্বী।
সেখানে যেমন বিহারে বিপুল পরিমাণ মদ উদ্ধার হলে তার দায় কে নেবে এমন প্রশ্ন তোলা হয়েছে, তেমনই বিষমদ খেয়ে এত মানুষকে খুনের কারণে জেডিইউ সুপ্রিমোকেই ঘুরিয়ে ‘খুনি’ বলে আক্রমণ করেছেন একসময় নীতীশের মন্ত্রীসভার উপমুখ্যমন্ত্রী।
शराबबंदी श्री नीतीश कुमार के संस्थागत भ्रष्टाचार का एक छोटा सा नमूना है। अगर शराबबंदी हुई है तो इसे पूर्ण रूप से लागू करना सरकार का दायित्व है लेकिन मुख्यमंत्री की वैचारिक व नीतिगत अस्पष्टता, कमजोर इच्छाशक्ति तथा जनप्रतिनिधियों की बजाय चुनिंदा अधिकारियों पर निर्भरता के कारण आज…
— Tejashwi Yadav (@yadavtejashwi) October 18, 2024
এখানেই থেমে থাকেননি তেজস্বী। তিনি আরও প্রশ্ন করেন এতদিন বিহারে মদের রমরমা চললেও পুলিশের উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধে কেন কড়া পদক্ষেপ নেওয়া হল না? এটা কী সত্যিই পুলিশের ব্যর্থতা নাকি সবকিছুর পিছনে মাস্টারমাইন্ড ছিলেন নীতীশ? এমন প্রশ্নও তুলেছেন তিনি।
পরিস্থিতি বেগতিক বুঝে এবং বিরোধীদের লাগাতার চাপে শেষমেশ উচ্চপর্যায়ের বৈঠকে বসে আবগারি বিভাগের সচিবকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ঘটনায় দ্রুত সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।