শেষ আপডেট: 24th February 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে (Telangana Tunnel Collapsed) পড়া দুই ইঞ্জিনিয়ার, দুই অপারেটর ও চার শ্রমিকের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। রাজ্যের মন্ত্রী জুপাল্লি কৃষ্ণ রাও সোমবার সকালে জানিয়েছেন, শ্রীশৈলম বাঁধের (Srisailam Left Bank Canal) সুড়ঙ্গে আটকদের উদ্ধারে সমস্ত রকমের চেষ্টা চালানো হচ্ছে।
আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা। এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে সুড়ঙ্গের ভিতর নজরদারিও চালানো হচ্ছে। এছাড়াও ব্যবহার করা হচ্ছে রোবোটিক ক্যামেরা। ধ্বংসস্তূপের শেষ ৪০ মিটার (40 Meter Tunnel) পার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁদের কাছে। জল-কাদা ভেঙে এই অসাধ্য সাধন করতে সুড়ঙ্গে নামানো হয়েছে বিশেষ যন্ত্র।
উদ্ধার অভিযান প্রসঙ্গে সোমবার নগরকুরনুলের জেলাশাসক বি সন্তোষ বলেন, "গতকাল শেষ ৪০ মিটার পৌঁছতে পারিনি আমরা। উদ্ধারকারী দল আজ একটি বিশেষ যন্ত্রের সাহায্যে ওই জায়গায় পৌঁছনোর চেষ্টা করছে। একইসঙ্গে ভিতর থেকে পাম্পিংয়ের মাধ্যমে জল বের করার কাজ চলছে জোরকদমে।"
এদিকে উদ্ধারকাজের দায়িত্বে থাকা মন্ত্রী জুপালি কৃষ্ণ রাও বলেন, যে আটজন ভিতরে আটকে পড়েছেন তাঁদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ। তবে সামান্য আশার আলো থাকলেও উদ্ধারকাজ চালিয়ে যাব আমরা। যেখানে শ্রমিকরা আটকে পড়েছেন সেই অংশে অত্যন্ত জটিল।"
২০২৩ সালে উত্তরাখণ্ডে সিলকিয়ারা সুড়ঙ্গে আটকদের উদ্ধারে যে ব়্যাট মাইন পদ্ধতিতে খনি খননকারীরা কাজ করেছিলেন তাঁদেরও উদ্ধারকাজে নামানো হয়েছে। তাঁর কথায়, আটকদের উদ্ধারে আরও ২-৩ দিন সময় লেগে যাবে। ফলে, আটকদের জীবিত অবস্থায় বের করে আনতে আদৌ পারা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন মন্ত্রী।