সুড়ঙ্গে ঢোকানো হল কুকুর
শেষ আপডেট: 9th March 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: ১৬ দিনের মাথায় অবশেষে তেলেঙ্গানার সুড়ঙ্গে (Telengana Tunnel Collapse) এক শ্রমিকের দেহের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল (Rescue Team)। জানা যাচ্ছে, দেহটি আটকে রয়েছে মেশিনের মধ্যে। মেশিন কেটে দেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে বাকি ৭ জনের দেহের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। সদ্য পাওয়া খবর, দেহ অনুসন্ধানে আবারও প্রশিক্ষণপ্রাপ্ত (Human Remains Detection Dogs) কুকুর পাঠানো হয়েছে সুড়ঙ্গের ভেতরে।
বৃহস্পতিবার সকালে সরকারের তরফে জানানো হয়, সুড়ঙ্গের মধ্যে অনুসন্ধানে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠানো হয়েছে। শুক্রবার থেকেই সেই কুকুর অনুসন্ধানের কাজ শুরু করেছে। কেরল পুলিশের বেলজিয়ান ম্যালিনোইস প্রজাতির এই কুকুর ১৫ ফুট পর্যন্ত গভীরতা থেকে গন্ধ সনাক্ত করতে পারে।
রবিবারও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে আটকে পড়া ব্যক্তিদের খোঁজ শুরু হয় সুড়ঙ্গের ভিতরে। কোথাও মানুষের অস্তিত্ব রয়েছে কি না, তা খুঁজে বের করতে বিশেষ পারদর্শী এই কুকুরের দল।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনা, নৌসেনা-সহ ১২টি উদ্ধারকারী দলের মোট ৭০০ জন সদস্য উদ্ধারকাজে নেমেছেন। শ্রমিক এবং ইঞ্জিনিয়ারেরা সুড়ঙ্গের যে অংশে আটকে পড়েন, তার অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। কিন্তু জল-কাদাই একমাত্র প্রতিবন্ধ। পরিষ্কার করলেও সঙ্গে সঙ্গে আবার সুড়ঙ্গ কাদাজলে ভরে যাচ্ছে।
গত ২২ ফেব্রুয়ারি তেলেঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে হঠাৎ ধস নামে ছাদে। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অন্তত সুড়ঙ্গের ১৪ কিমি ভিতরে ৮ জন আটকে পড়েন। একজনের দেশ উদ্ধার হলেও বাকিরা আদৌ বেঁচে আছেন কিনা তা নিশ্চিত নয় কেউই।