শেষ আপডেট: 1st March 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার ৭ দিন পর আশঙ্কাকে সত্যি করে তেলঙ্গানার শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক কানাল (SLBC) সুড়ঙ্গ প্রকল্পের ধসে আটকে থাকা পাঁচজনের দেহ উদ্ধার হল। দুর্ঘটনাস্থলে কাজ করা ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের (NGRI) একটি সূত্র দ্য ফেডারেল সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গ্রাউন্ড পেনিট্রেশন রাডার (GPR) যন্ত্র ব্যবহার করে দেহের সন্ধান মিলেছে। শনিবার সকালে এক পদস্থ অফিসার বলেন, সুড়ঙ্গের ভিতরে কাদামাটিতে চাপা পড়া পাঁচটি দেহের সন্ধান মিলেছে। এখনও তিন কর্মীর সন্ধান মেলেনি, তাঁরা কী অবস্থায় রয়েছেন, তাও জানা যায়নি।
দ্য ফেডারেল তেলঙ্গানা সংবাদমাধ্যমকে এদিন সকালে নগরকুর্নুলের অতিরিক্ত জেলাশাসক বি দেবসহায়ম জানান, পাঁচটি দেহ পাওয়া গিয়েছে। কাদামাটির ভিতর থেকে দেহগুলি বের করে আনার কাজ শুরু হয়েছে। সূত্রে জানা গিয়েছে, রাডার সুড়ঙ্গের এলাকাটি স্ক্যান করে। তবে কারা মারা গিয়েছেন, তা কেবলমাত্র দেহ উদ্ধারের পরেই জানা সম্ভব। যে ৮ জন আটকে ছিলেন, তাঁদের মধ্যে দুজন ইঞ্জিনিয়ার, দুজন অপারেটর এবং চারজন ঝাড়খণ্ডের ঠিকা শ্রমিক রয়েছেন।
সূত্রে আরও জানা গিয়েছে, এনজিআরআই টিম জিপিআর সার্ভে প্রক্রিয়া প্রয়োগ করে সুড়ঙ্গের ভিতর ও বাইরের পাঁচটি জায়গা থেকে স্ক্যান শুরু করে। তাতেই মানব শরীরের অস্তিত্ব ধরা পড়ে স্ক্যান মেশিনে। সেই মতো উদ্ধারকারীরা নির্দিষ্ট জায়গাকে চিহ্নিত করে ধ্বংসাবশেষ সরিয়ে কাদাজল পরিষ্কার করে এগনোর চেষ্টা করছেন।