শেষ আপডেট: 3rd December 2023 19:00
দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গনা নতুন রাজ্য হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হল। রবিবার ছিল সেই নির্বাচনের ফল ঘোষণা। দিনের শুরু থেকেই তেলঙ্গনায় কেসিআর রাও-এর দল বিআরএস-কে টেক্কা দিচ্ছিল কংগ্রেস। যত সময় গড়িয়েছে আসন ব্যবধানও বেড়েছে। স্পষ্ট হয়েছে কেসিআর রাও-এর দলের হার।
এই রাজ্যের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ লড়াই ছিল কামারেড্ডি আসনে। সেখানে প্রার্থী ছিলেন কে চন্দ্রশেখর রাও। তবে কার্যত তাঁকে উড়িয়ে দিয়ে জয় হাসিল করে নিয়েছে কংগ্রেস। তেলঙ্গনায় দলের জয় নিশ্চিত হতেই কর্মী-সমর্থকরা ভিড় বাড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডির বাড়ি সামনে। চূড়ান্ত ফল আসার আগেই তেলঙ্গনার ডিজিপি অঞ্জনি কুমারও রেড্ডিকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন তাঁর বাড়ি। অঞ্জনি কুমারের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ অফিসারও। তাঁরা প্রদেশ কংগ্রেস সভাপতির হাতে পুষ্পস্তবক তুলে দেন।
অঞ্জনি কুমারের এমন কাজ ভালভাবে নেয়নি নির্বাচন কমিশন। ভোটের চূড়ান্ত ফলাফল বের হওয়ার আগেই প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়িতে যাওয়ার জন্য অঞ্জনি কুমারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, তেলেঙ্গানার ডিজিপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।
তেলঙ্গনা বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল বের না হলেও রাজ্যের মসনদে কে বসতে চলেছে তা দিনের আলোর মতোই স্পষ্ট। রবিবার যত বেলা গড়িয়েছে হায়দরাবাদে রেবন্ত রেড্ডির বাড়ির সামনে ভিড় বেড়েছে। কংগ্রেস সমর্থকদের সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। উৎসবের মেজাজে মেতেছেন সকলে।