শেষ আপডেট: 28th January 2025 18:07
দ্য ওয়াল ব্যুরো: ১৬ বছরের নীচের নাবালক-নাবালিকাকে রাত ১১টার পর সিনেমা হলে ঢোকা নিষিদ্ধ করল তেলঙ্গানা হাইকোর্ট। এই মর্মে রাজ্য সরকার ও অন্যান্যকে হাইকোর্ট নির্দেশ দিয়ে বলেছে, সরকার যতক্ষণ না এ বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনূর্ধ্ব ১৬-দের সিনেমা হল কিংবা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যেন না দেওয়া হয়।
উচ্চ আদালত রায়ে বলেছে, বেলা ১১টার আগে এবং রাত ১১টার পর কোনও ১৬ বছরের নীচে নাবালক-নাবালিকাকে থিয়েটার এবং মাল্টিপ্লেক্সে মুভি শো দেখা রোধ করতে যা যা করা জরুরি তা যেন অবিলম্বে চালু করা হয়। সংশ্লিষ্ট সকলকে এই মর্মে নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছে আদালত। আবেদনকারীর আইনজীবী বিজয় গোপাল আদালতে বলেন, নাবালকদের লেট নাইট শো দেখা থেকে যেন আদালত বিরত করে।
আবেদনকারীর আর্জি স্কুল টাইমে অর্থাৎ বেলা ১১টার আগে এবং রাত ১১টার পর সিনেমা দেখা নাবালক-নাবালিকাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়। অধিকাংশ মাল্টিপ্লেক্সে লেট নাইট শো শেষ হতে রাত দেড়টা বেজে যায়। এবং এই শোয়ে নাবালকদের ঢোকা বন্ধ করায় কোনও নির্দেশিকা নেই। সম্প্রতি হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২: দ্য রুল সিনেমার প্রচারমূলক শোয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ও বহুজনের জখম হওয়ার ঘটনায় মোট চারটি আর্জি জমা পড়ে আদালতে।
পুষ্পা ২ এবং রাম চরণ অভিনীত গেম চেঞ্জার নিয়ে জনমানসে উদ্ভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে অনেকের অভিযোগ। এ বিষয়ে বিচারপতি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিকেও নাবালকদের ঢুকতে দেওয়া বিষয়ক নির্দেশ মান্য করতে বলেছে। বিচারপতি বি বিজয়সেন রেড্ডি সাহায্যমূলক প্রদর্শনীর নামেও সুযোগ বুঝে টিকিটের দাম বাড়ানোর বিষয়ে কর্তৃপক্ষকে নজর রাখতে বলেছেন। কোনওভাবে আইন ভঙ্গ হলে তার বিরুদ্ধে জরিমানা ও সাময়িক লাইসেন্স বাতিলের কথাও জানিয়ে দিয়েছে আদালত।