শেষ আপডেট: 26th October 2024 15:27
দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু তা পূরণ হল না। তাই জীবন শেষ করে দেওয়া ছাড়া আর কিছু ভাবতেই পারল না ১৭ বছরের কিশোরী। আত্মহত্যার পথ বেছে নিল সে। কারণ, জয়েন্টে পাশ না করতে পারা। বাবা-মার জন্য রেখে গেল সুইসাইড নোট। তাতে মাত্র তিনটি বাক্য।
নয়াদিল্লির জামিয়া নগর এলাকায় এক বহুতলের আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ওই কিশোরী। পুলিশ ঘটনার তদন্ত করে জানতে পেরেছে, প্রথমবারই জয়েন্ট দিয়েছিল সে। কিন্তু ভাল ফল করতে পারেনি। এরপর থেকেই নাকি মানসিক অবসাদে চলে গেছিল। তার পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। তাই আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
কিশোরীর দেহ উদ্ধারের সময়ে একটি সুইসাইড নোটও হাতে পেয়েছে পুলিশ। তাতে লেখা, ''ক্ষমা করে দিয়ো। আমি পারলাম না। জয়েন্ট পরীক্ষায় পাশ করতে পারলাম না।'' এই বিষয় নিয়ে মা-বাবা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পুলিশকে। তাঁরা বলেছেন, পরীক্ষায় ভাল ফল না হলে মেয়ে যে আত্মহত্যা করবে এমনটা নাকি আগেই বলেছিল! তাহলে তাঁরা কেন ব্যবস্থা নিলেন না? বাবা-মার বক্তব্য, মেয়ে যে সত্যিই এমন ভাবছে তাঁরা বুঝতে পারেননি। ভেবেছিলেন, টেনশনের জন্য এমন ভুলভাল কথা বলছে। কিন্তু তা যে সত্যি হয়ে যাবে, তা কল্পনাও করতে পারেননি তাঁরা।
এই ইস্যুটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ। বাড়ি থেকে কিশোরীকে পড়াশুনায় কোনও বাড়তি চাপ দেওয়া হচ্ছিল না, বন্ধুদের সঙ্গে কিশোরী সম্পর্কে কোনও দূরত্ব তৈরি হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মেয়েটির কয়েকজন বন্ধু এবং তাঁর বাবা-মাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।