শেষ আপডেট: 15th January 2025 07:40
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের পার্টির নাম করে গেস্ট হাউসে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই বন্ধুর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল হরিয়ানার গুরুগ্রাম।
মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ১৪ বছর বয়সি জন্মদিনের পার্টির অজুহাতে একটি গেস্ট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরই এক বন্ধু। জানা গেছে, রবিবার রাতে বাবা-মাকে না জানিয়েই বাড়ি থেকে এক বন্ধুর সঙ্গে বেরিয়ে যান নাবালিকা। পরের দিন অর্থাৎ সোমবার সকালে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি খুলে বললে পুলিশের দ্বারস্থ হন তাঁরা।
নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁর মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। রবিবার সন্ধেয় বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বন্ধু অংশুর সঙ্গে বাইকে চেপে বেরিয়ে গেছিল মেয়ে। পরে জানা যায় তাঁদেরই আরেক বন্ধু অবিনাশের জন্মদিন উপলক্ষ্যে একটি গেস্ট হাউসে গেছিল তাঁরা। সেখানে যাওয়ার পরই আচমকা গেস্ট হাউস থেকে বেরিয়ে যায় অবিনাশ। বন্ধু অংশু জানায়, পরিবারের সঙ্গে জন্মদিনের কেক কেটে ফিরে আসবে সে। এরপর ফাঁকা গেস্ট হাউসে অংশু তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এরপর কোনওমতে বাড়ি ফিরে পরিবারের কাছে পুরো ঘটনার কথা খুলে বললে নির্যাতিতার মা পুলিশের দ্বারস্থ হন। তাঁর আরও অভিযোগ, শুধু অংশুই নয়, এর আগে দু’বার অবিনাশও মেয়েকে ধর্ষণ করেছে।
নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে দায়ের হয়েছে মামলা। ইতিমধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও কাউন্সেলিং এর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে নির্যাতিতাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি। ঘটনার পর থেকেই তারা পলাতক বলে খবর। অভিযুক্তদের ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।