শেষ আপডেট: 12th August 2024 09:00
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দিন ধরে হেনস্তার শিকার সে। আর সহ্য করতে পারল না। পারবেই বা কী করে, বয়সই বা কতটুকু। আত্মহত্যার পথ বেছে নিল ক্লাস ৮-এর পড়ুয়া। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুম্বইয়ে। আর এই ঘটনায় সে অভিযোগ করে গেছে তারই স্কুলের শিক্ষক এবং কয়েকজন ক্লাসমেটের বিরুদ্ধে।
মুম্বইয়ের কাছে কল্যাণ পূর্বের একটি নামী স্কুলে পড়ত ওই নাবালক। সেখানেই তাকে প্রায়শই হেনস্তা করা হত বলে নিজের 'সুইসাইড নোট'-এ দাবি করেছে সে। পুলিশ সূত্রে খবর, ওই পড়ুয়া আত্মহত্যার জন্য তার শিক্ষক এবং কয়েকজন সহপাঠীকেই দায়ী করেছে। কিন্তু ঠিক কী ভাবে তাকে হেনস্থা করা হত, কী বলা হত, সেই সব বিষয়ে এখনও কিছু জানতে পারেনি পুলিশ।
১৩ বছর বয়সি সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার বাবা-মা। রবিবার রাতে নিজের ঘর থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার মৃতদেহ। বাবা-মার দাবি, তারা তখন বাড়িতে ছিলেন না। ঘুণাক্ষরেও টের পাননি যে এমন কিছু ঘটনাও ঘটতে পারে। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে পড়ুয়া কি স্কুলে তার মানসিক বা শারীরিক হেনস্তা নিয়ে বাড়িতে সত্যিই কিছু বলেনি, প্রশ্ন জাগছে অনেকের মনে।
এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফেও এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে পুলিশ অবশ্যই সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। শিক্ষক ছাড়াও পড়ুয়াদের সঙ্গে আলাদা করে কথা বলা হবে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘ দিন ধরে এক পড়ুয়াকে হেনস্তা করা হচ্ছে, সেই ঘটনায় আবার শিক্ষকের নাম জড়িয়ে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।