শেষ আপডেট: 4th February 2025 21:53
দ্য ওয়াল ব্যুরো: প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সে কারণেই বিয়ের একদিন আগে আত্মহত্যা করলেন এক তরুণী। কেরলের মাল্লাপুরম জেলার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ১৮ বছর বয়সি সাইমার সঙ্গে ১৯ বছরের প্রতিবেশী যুবক সাজিরের সম্পর্ক ছিল। পরিবারকে জানালে কোনও কথা না শুনেই ইচ্ছের বিরুদ্ধে তরুণীকে বিয়ের অভিযোগ ওঠে। এমনকি অন্য একজনের তাঁর বাগদানও হয়ে যায়। বিষয়টি মানতে না পেরে বিয়ের আগের দিন আত্মহত্যার পথ বেছে নেন।
পুলিশ জানিয়েছে, পরিবার সবকিছু জানলেও আচমকাই বেঁকে বসে। অন্য একজনের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়। এক সপ্তাহ আগে তাঁর বাগদান হয়ে যায় বলে খবর। বুধবার বিয়ের কথা থাকলেও কোনও উপায় না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তরুণী।
অন্যদিকে, প্রেমিকার এমন পরিণতি শুনে থেমে থাকেননি প্রেমিক। সাজিরও হাতের কব্জি কেটে ফেলেন। তড়িঘড়ি যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরিস্থিতি সামাল দেন। বর্তমানে তিনি বিপদমুক্ত বলে খবর।
বাবা মারা যাওয়ার পর কাকার বাড়িতেই থাকতেন সাইমা। সেখান থেকেই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বিয়ের চব্বিশ ঘণ্টা আগে তরুণীর মর্মান্তিক পরিণতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। সাইমা সিনিভার বারবার তাঁর পরিবারকে জানিয়েছিলেন, তিনি সাজিরকে ভালবাসেন। তাঁকেই বিয়ে করতে চান। কিন্তু পরিবার সে কথা কানে তোলেনি। তাঁর পরিবার অন্য জায়গায় বিয়ের ঠিক করে। বুধবার বিয়ের কথা ছিল সাইমার। কিন্তু তার আগেই চরম সিদ্ধান্ত নেন তরুণী।
দিন কয়েক আগেই মালাপ্পুরমে আরেক মহিলার আত্মহত্যার খবর সামনে এসেছিল। পঁচিশ বছর বয়সি বিষ্ণুজাকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মহিলার পরিবারের অভিযোগ, স্বামীর লাগাতার মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরেই এমন সিদ্ধান্ত। পুলিশ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটল।