দ্য ওয়াল ব্যুরো: স্কুলে বন্ধুর সঙ্গে সাধারণ গল্পগাছা কীভাবে ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠতে পারে, তার এক আশ্চর্য দৃষ্টান্ত সামনে এল। ১৫ বছরের কিশোরী নিজের ঠাকুমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কথা বলেছিল স্কুলে। তার জেরেই ফাঁদে পড়ল এক ব্ল্যাকমেল চক্রের। এর ফলে ঠাকুমার অ্যাকাউন্টে জমা হওয়া ৮০ লাখ টাকা ধাপে ধাপে তুলে নেয় প্রতারকরা।
পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত একটি স্কুলের আড্ডায়। ক্লাস নাইনের ওই ছাত্রী বন্ধুকে জানায়, জমি বিক্রির পর তার ৭৫ বছর বয়সি ঠাকুমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমেছে মোটা অঙ্কের টাকা। কিশোরী এ-ও বলে, অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সে ওই অ্যাকাউন্টে সহজেই প্রবেশ করতে পারে। কথাটা বন্ধুর মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং এক দশম শ্রেণির এক ছাত্র তা জানতে পারে। সেই ছাত্র ঘটনাটি দাদার কাছে জানায়, আর দাদা তার বন্ধুর সঙ্গে চক্রান্ত করে কিশোরীকে ব্ল্যাকমেল করার ফন্দি আঁটে।