শেষ আপডেট: 12th November 2024 13:42
দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৯। এরই মধ্যে প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার যুবক। রাজস্থানের আজমেঢ় থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের বিরুদ্ধে ৪২ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে।
সাধারণ মানুষের কাছ থেকে টাকা বের করার সবথেকে পুরনো এবং সহজ উপায় বিনিয়োগের কথা বলা। অল্প টাকা দিন, অনেকটা পাবেন - এই কথার ফন্দিতেই অনেকে পা দেন। এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বিনিয়োগের মাধ্যমেই ৪২ লক্ষ টাকা জালিয়াতি করার ঘটনা ঘটেছে। কমপক্ষে ২০০ জনের কাছ থেকে ভুয়ো বিনিয়োগের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে এই যুবক।
পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত কাসিফ মির্জা নামের এই যুবক। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার প্রচুর। সেই কারণেই তাঁর কথায় অনেকেই ফাঁদে পড়ে গেছে। যারা প্রতারণার শিকার হয়েছেন তাঁদের বেশিরভাগ জনকে বলা হয়েছিল ১৩ দিন ধরে ৯ হাজার করে টাকা দিতে, তাহলে তাঁরা ১ লক্ষ ৩৯ হাজারের বেশি টাকা পেতে পারেন। নিজের ওপর বিশ্বাস বাড়াতে প্রথমে কয়েকজনকে সেই টাকা ফেরত দেয় সে। তারপর থেকেই যারা যারাই টাকা দিয়েছে তারা আর টাকা ফেরত পাননি।
যুবকের কাছ থেকে একটি গাড়ি, ল্যাপটপ, নগদ টাকা এবং টাকা গোনার একটি মেশিন উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সে গ্রাহকদের খোঁজ লাগাত। পাশাপাশি যাদের সে টার্গেট করত তাদের ব্যাপারে বেশ কয়েকদিন ধরে খোঁজখবর চালাত মির্জা। কার কাছে কত টাকা থাকতে পারে, সেই হিসেব করেই বিনিয়োগ করতে বলত।
মির্জাকে এই মুহূর্তে দুদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িয়ে আছে কিনা তা জানতে তদন্ত করছে পুলিশ।