শেষ আপডেট: 12th June 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নিলেন নর চন্দ্রবাবু নাইডু। এরপরই ওড়িশায় প্রথম বিজেপি সরকার গঠনের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অন্ধ্রপ্রদেশে এনডিএ শরিকদল তেলুগু দেশম পার্টির নেতা নাইডুর শপথে মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, নীতিন গড়কড়ি প্রমুখ।
নাইডু ছাড়াও ২৪ জন বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসেবে এদিন শপথ নেন। তারমধ্যে ১৭ জনই নতুন মুখ। জনসেনা নেতা পবন কল্যাণ উপমুখ্যমন্ত্রী হয়েছেন। নাইডু মন্ত্রিসভায় তিনজন মহিলা, ৮ জন অনগ্রসর শ্রেণি, ২ জন তফসিলি জাতি, একজন তফসিলি উপজাতি এবং এক মুসলিমকে মন্ত্রী করা হয়েছে।
বিজয়ওয়াড়ার গন্নবরম বিমানবন্দরের কাছে এক অনুষ্ঠানে চন্দ্রবাবুর ছেলে নর লোকেশও ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন। জনসেনা ও বিজেপি দুই শরিক দলকেই ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, এদিনই বিকেলে ওড়িশার মাটিতে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আদিবাসী নেতা মোহনচরণ মাঝি। দুপুরের মধ্যেই সেই অনুষ্ঠানে যোগ দিতে ভুবনেশ্বরে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে থাকবেন অমিত শাহ, নাড্ডা প্রমুখ। শপথগ্রহণের আগে একটি জমজমাট রোডশো করবেন মোদী। ভুবনেশ্বরের জয়দেব বিহার থেকে জনতা ময়দান পর্যন্ত রোডশো করবেন তিনি। সেখানেই বিকেল ৫টা নাগাদ বা তার কিছু পরে শপথ নেবেন মোহন।
এদিন দুপুরে মোহন মাঝি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সূত্রে জানা গিয়েছে, ২৪ বছর ভুবনেশ্বরের রাজদণ্ড হাতে রেখে দেওয়া নবীন শপথ নিতে চলা আদিবাসী নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবীনের থেকে বয়সে অনেক ছোট মোহন তাঁর আশীর্বাদ ও সহযোগিতা প্রার্থনা করেন।