শেষ আপডেট: 5th January 2025 22:10
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে সুখবর। এবার একাধিক শূন্যপদে পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল টাটা মেমোরিয়াল সেন্টার। জানা গেছে, মেডিকেল অফিসার, নার্স, সায়েন্টিফিক অফিসার, টেকনিশিয়ান, ক্লার্ক-সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে খবর।
২০২৪ সালের ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে চলতি মাসের ২৪ তারিখ অবধি। আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ACTREC-ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। জানা গেছে, ২৪ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটা অবধি শেষ আবেদন করা যাবে।
কোন পদ খালি রয়েছে?
মেডিকেল অফিসার 'ই' (মেডিকেল অনকোলজি) - ২টি শূন্যপদ (অসংরক্ষিত)
বৈজ্ঞানিক কর্মকর্তা 'ই' (ইলেক্ট্রন মাইক্রোস্কোপি সুবিধা) - ১টি শূন্যপদ (অসংরক্ষিত)
নার্স 'এ' (১- ওএইচ) - ১টি শূন্যপদ
নার্স 'এ' (মহিলা) - ৩টি শূন্যপদ (২ আসন অসংরক্ষিত, ১টি আসন শারীরিকভাবে অক্ষমদের জন্য সংরক্ষিত)
সহকারী প্রশাসনিক কর্মকর্তা (পারচেস) - ১টি শূন্যপদ (এসসি)
বৈজ্ঞানিক সহকারী 'বি' (ডিজিটাল ইমেজিং এবং বায়োফিজিক্স) - ১টি শূন্যপদ (অসংরক্ষিত)
টেকনিশিয়ান 'এ' (সিআরআই ল্যাবস) - ৪টি শূন্যপদ (৪টি অসংরক্ষিত, ১টি ওবিসি)
লোয়ার ডিভিশন ক্লার্ক - ১টি শূন্যপদ (অসংরক্ষিত)
আবেদনকারীদের যোগ্যতা
আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি উক্ত পদে আবেদনকারীদের জীবন বিজ্ঞান, নার্সিং, মেটেরিয়াল ম্যানেজমেন্টের ডিগ্রি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা খতিয়ে দেখা হবে।
আবেদন করতে কত খরচ হবে
হাসপাতালের তরফে জানানো হয়েছে, ৩০০০ টাকা খরচ করে আবেদন করতে হবে। কিন্তু এসসি/এসটি, মহিলা প্রার্থী, শারীরিকভাবে প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনারা বিনামূল্যে এই পদের জন্য আবেদন জানাতে পারেন। কিন্তু একবার আবেদন করলে টাকা ফেরতের কোনও সুযোগ থাকছে না।
যা মানতেই হবে
অসম্পূর্ণ আবেদন বরদাস্ত হবে না।
প্রার্থীদের অনলাইন আবেদনের ভিত্তিতে ইন্টারভিউ, লিখিত পরীক্ষা বা দক্ষতা পরীক্ষার জন্য ডাকা হবে।
ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের অবশ্যই আসল নথিপত্র সঙ্গে আনতে হবে।