এম কে স্ট্যালিন
শেষ আপডেট: 13th March 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র ও তামিলনাড়ু সরকারের ভাষাযুদ্ধ অব্যাহত। জোর করে হিন্দি (Hindi Language) চাপানোর অভিযোগ তুলে সরব হয়েছেন দক্ষিণী রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। অন্য দিকে, তামিলভূমকে (Tamil) সবক শেখাতে শিক্ষাবিস্তারে আর্থিক অনুদান বন্ধ করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী প্রশাসন (Nerendra Modi)। এই আবহে হিন্দি ধাঁচে তৈরি ভারতীয় মুদ্রার (Indian Rupee Symbol) চিহ্ন বদলে দিল স্ট্যালিন সরকার।
তামিলনাড়ু বিধানসভায় সামনের শুক্রবার চলতি অর্থবর্ষের বাজেট পেশ হবে। তার আগেই বাজেটের নথিতে পাল্টে দেওয়া হল টাকার চিহ্ন। সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্ট্যালিন।
এই প্রথম কোনও রাজ্য জাতীয় চিহ্ন প্রত্যাখ্যান করেছে। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপিও। দলের মুখপাত্র নারায়ণ তিরুপতি বলেন, টাকার চিহ্ন এইভাবে বদলে ফেলা যায় না। জাতীয় চিহ্ন পরিবর্তনের মানে তামিলনাড়ুকে ভারতের থেকে আলাদা করে তুলে ধরা। অবশ্য ডিএমকে-র তরফে বলা হচ্ছে, তামিল ভাষাকে গুরুত্ব দিতেই এহেন পদক্ষেপ করা হয়েছে।
ভাষাযুদ্ধের সূত্রপাত ২০২০ সালে। ওই বছর নতুন শিক্ষানীতি চালু করে কেন্দ্র। সেখানে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তিনটি করে ভাষা বাধ্যতামূলক ভাবে ছাত্রছাত্রীদের শেখানোর কথা বলা হয়েছে। নতুন শিক্ষানীতির এই বিষয়টিতেই প্রবল আপত্তি রয়েছে তামিলনাড়ুর।
স্ট্যালিন সরকারের দাবি, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে উত্তর ভারতের হিন্দি সংস্কৃতিকে জোর করে তামিলভূমি এবং তার বাসিন্দাদের উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র। যদিও কেন্দ্রের বক্তব্য, নতুন শিক্ষানীতিতে তিনটি ভাষা শেখানোর কথা বলা হয়েছে। সেই তালিকায় হিন্দি বাধ্যতামূলক ভাষা নয়।