শেষ আপডেট: 24th September 2024 11:12
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ। নারী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। এহেন পরিস্থিতিতে ফের ধর্ষণের শিকার এক নার্সিং ছাত্রী। তামিলনাড়ুর ডিন্ডিগুলে ওই ছাত্রীকে প্রথমে অপহরণ এবং তারপর গণধর্ষণ করে স্টেশনের কাছে ফেলে গিয়েছে অপরিচিত কিছু ব্যক্তি। গতকাল সোমবার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায়। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্তরা সকলেই পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, থেনি থেকে নার্সিং ছাত্রীকে প্রথমে অপহরণ করা হয়। তারপরে তাঁকে রেল স্টেশনের পাশেই একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্তরা দফায় দফায় ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে নির্যাতিতাকে স্টেশনের ধারে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
তারপরেই পুলিশের নজর পরে ছাত্রীটির উপর। সঙ্গে সঙ্গে তাঁকে ডিন্ডিগুল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ডিন্ডিগুল থানায়। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সোমবারই এনকাউন্টারে মৃত্যু হয়েছে বদলাপুরের দুই নার্সারী ছাত্রীকে যৌন হেনস্তায় অভিযুক্তের। সোমবার তালোজা জেল থেকে বদলাপুরে নিয়ে যাওয়ার সময় এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্ত অক্ষয় শিন্ডের। জানা গিয়েছে, পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালায় সে। পালটা গুলি চালান অপর এক পুলিশ অফিসার। গুলিতে গুরুতর জখম হয় অক্ষয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।