রাজ্যপাল এন রবি অধিবেশনের উদ্বোধন করতে এসেও ওয়াকআউট করে রাজভবনে ফিরে গিয়েছেন
শেষ আপডেট: 6th January 2025 13:37
দ্য ওয়াল ব্যুরো: হুলুস্থুলু চলছে তামিলনাড়ু বিধানসভায়। রাজ্যপাল এন রবি অধিবেশনের উদ্বোধন করতে এসেও ওয়াকআউট করে রাজভবনে ফিরে গিয়েছেন।
রাজভবন থেকে এক্স হ্যান্ডলে রাজ্য প্রশাসনকে উদ্দেশ্য করে রীতিমতো গোলা ছুঁড়ছেন। মুখ্যমন্ত্রীরন বিরুদ্ধে কার্যত দেশদ্রোহিতার অভিযোগ তুলেছেন তিনি।
রাজ্যপালের অভিযোগ, অধিবেশনের সূচনায় জাতীয় সঙ্গীত বাজানো হয়নি। শুধু রাজ্য সঙ্গীত পরিবেশনের পর তাঁকে ভাষণ পাঠ করতে বলা হয়। রাজ্যপাল রবির অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী এমকে স্টালিনকে জাতীয় সঙ্গীত বাজানোর কথা বললে তিনি রাজি হননি। এই পরিস্থিতিতে জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষায় আমি অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছি।
তামিলনাড়ুতে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ নতুন নয়। সোমবারের ঘটনা তাতে নয়া মাত্রা যোগ করল। রাজ্যপাল অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করায় অধিবেশনের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, বাজেট অধিবেশন রাজ্যপালের সূচনা করার কথা। তিনি বাজেট ভাষণ পাঠ না করে বেরিয়ে যান।